ভিডিও রবিবার, ১৬ মার্চ ২০২৫

দিনাজপুরের বীরগঞ্জে আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে পুলিশ

দিনাজপুরের বীরগঞ্জে আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে পুলিশ

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে বেড়েছে চুরি, ছিনতাইসহ নানা অপরাধ। একই সাথে পাল্লা দিয়ে বেড়েছে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও। অপরাধ কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ করতে বীরগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে ব্যাপক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ইতোমধ্যে পৌর শহরের বিভিন্ন বিপনি-বিতানের সামনে ও জনসমাগম এলাকায় পুলিশি অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও শহরের বিভিন্ন স্থানে পুলিশের টহল জোরদার ও বিশেষ মহড়া চলমান রয়েছে।

এর পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাদা পোশাকে কাজ করে যাচ্ছে তারা। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও সড়কে পুলিশের এই বিশেষ টহল পরিচালিত হয়। সম্প্রতি সারাদেশে খুন, ধর্ষণ, সন্ত্রাস, নৈরাজ্য এবং সংঘবদ্ধ চক্রের মাধ্যমে অস্থিরতা সৃষ্টির চেষ্টার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। তারই ধারাবাহিকতায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

আরও পড়ুন

টহল অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যদের পরনে ছিল নির্ধারিত ইউনিফর্ম, হেলমেট ও প্রতিরক্ষামূলক গিয়ার। বেশ কয়েকটি মোটরসাইকেল বহর নিয়ে তারা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি চালায়। পুলিশের সাথে স্বেচ্ছাসেবকরাও আইন-শৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন। এব্যাপারে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল গফুর বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় সর্বস্তরের জনগণের সহযোগিতা প্রয়োজন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় তিন লাচ্ছা সেমাই কারখানার এক লাখ টাকা জরিমানা

সিরাজগঞ্জের শাহজাদপুরে সোয়া ৪ টন টিসিবির চালসহ গ্রেফতার ২

বগুড়ার ধুনটে শিক্ষিকাকে শ্লীলতাহানির চেষ্টা মামলায় আ’লীগে নেতা গ্রেফতার

সিরাজগঞ্জের কাজিপুরে বাইরে থেকে দরজা বন্ধ করে ব্যবসায়ীর বাড়িতে আগুন

জয়পুরহাটের কালাইয়ে বাবাকে হত্যা করে পানিতে ফেলে দিলো ছেলে

ঈদুল ফিতরকে সামনে রেখে বগুড়ার আদমদীঘিতে পুলিশের কৌশলগত নিরাপত্তা বলয়