ভিডিও সোমবার, ১৭ মার্চ ২০২৫

জয়পুরহাটের কালাইয়ে বাবাকে হত্যা করে পানিতে ফেলে দিলো ছেলে

জয়পুরহাটের কালাইয়ে বাবাকে হত্যা করে পানিতে ফেলে দিলো ছেলে। ছবি : দৈনিক করতোয়া

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের কালাই উপজেলার বলিগ্রাম পশ্চিমপাড়া বড়পুকুর থেকে পাহারাদার কাজে নিয়োজিত এক বৃদ্ধের মৃত্যুর চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। কোনো দুর্ঘটনা নয়, পরিকল্পিত হত্যাকান্ড মনে করে পুলিশ ঘটনার পর নিহতের ছেলে শাহীন মন্ডলকে (৩৮) নজরে রাখে। অবশেষে গতকাল শনিবার নিহতের ছেলে শাহিনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে বৃদ্ধ হত্যার চাঞ্চল্যকর তথ্য বের হয়ে আসে। রাতেই পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব সইকৃত একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এমন চাঞ্চল্যকর তথ্য সাংবাদিকদের জানানো হয়।

জানা যায়, নিহত বৃদ্ধ রজ্জব আলী (৬০) ছিলেন একজন ভ্যানচালক ও পুকুর পাহারাদার (নাইটগার্ড)। গত ২১ ডিসেম্বর রাতে রজ্জব আলী বাড়িতে খাবার শেষে পুকুর পাহারা দিতে যান। পরদিন সকালে কৃষকরা মাঠে কাজ করতে যাওয়ার পথে তার লাশ পুকুরের পানিতে ভাসতে দেখে পুলিশে খবর দেন। ওইদিন পরিবারের লোকজন ও স্থানীয়রা ধারণা করেন, শীতের রাতে ওই বৃদ্ধ পানিতে পড়ে যাওয়ার কারণে স্বাভাবিক মৃত্যু হয়েছে।

সেই সন্দেহে কালাই থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়। আর বৃদ্ধের লাশ ময়নাতদন্ত ছাড়ায় দাফন করা হয়। এরপর বৃদ্ধ নিহতের ঘটনায় পুলিশের সন্দেহ হয়। পুলিশ বৃদ্ধের মরদেহ ময়নাতদন্তের জন্য আদালতে আবেদন করলে আদালত লাশ উত্তোলনের আদেশ দেন। পরে বৃদ্ধের ময়নাতদন্তের রির্পোট হাতে পেয়ে পুলিশ ওই ঘটনায় তদন্ত শুরু করে। রজ্জব আলীর মৃত্যু স্বাভাবিক নয় বরং এটি একটি হত্যাকান্ড বলে জানা যায়। এরপর নিহতের স্ত্রী বাদি হয়ে ১০ ফেব্রুয়ারি কালাই থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ সুপার ঘটনাটি গুরুত্ব দিয়ে দ্রুত তদন্তের নির্দেশ দেন কালাই থানা পুলিশকে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তদন্তের একপর্যায়ে পুলিশ নিশ্চিত হয়, হত্যার পেছনে নিহতের বড় ছেলে শাহীন মন্ডলের হাত রয়েছে।

আরও পড়ুন

প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব জানান, বৃদ্ধ বাবার প্রতি দীর্ঘদিনের ক্ষোভ থেকেই ছেলে শাহীন পরিকল্পিতভাবে তাকে হত্যা করে। হত্যাকান্ডের পর এ ঘটনাকে দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার উদ্দেশ্যে লাশ পুকুরে ফেলে দেয় ছেলে। যাতে করে কেউ বুঝতে না পারে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ করলে বৃদ্ধ বাবাকে হত্যা করার কথা স্বীকার করে ছেলে শাহীন। তাকে আদালতে হাজির করা হলে শাহিন ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। খুব দ্রুতই তদন্ত কাজ শেষ করে আদালতে চার্জশিট দাখিল করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় যুবক ছুরিকাহত আটক ১

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভেজাল মবিল কারখানায় লাখ টাকা জরিমানা

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

বগুড়ায় তিন লাচ্ছা সেমাই কারখানার এক লাখ টাকা জরিমানা

সিরাজগঞ্জের শাহজাদপুরে সোয়া ৪ টন টিসিবির চালসহ গ্রেফতার ২

বগুড়ার ধুনটে শিক্ষিকাকে শ্লীলতাহানির চেষ্টা মামলায় আ’লীগে নেতা গ্রেফতার