ভিডিও সোমবার, ১৭ মার্চ ২০২৫

ইয়েমেনে যুক্তরাষ্ট্রের অব্যাহত হামলায় নিহত বেড়ে ৫৩

ইয়েমেনে যুক্তরাষ্ট্রের অব্যাহত হামলায় নিহত বেড়ে ৫৩, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনে মার্কিন হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে শিশু ও নারী রয়েছে। দেশটির হুতি যোদ্ধাদের অবস্থান লক্ষ্য করে শনিবার হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। এতে  প্রাণহানির এই ঘটনা ঘটে।

যুক্তরাষ্ট্রের হামলার পর লোহিত সাগরে মার্কিন জাহাজে হামলার ঘোষণা দিয়েছে হুতিরা। অন্যদিকে ইয়েমেনে হামলা চালিয়ে যাওয়ার কথা বলেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, হুতিরা জাহাজে হামলা বন্ধ না করা পর্যন্ত হামলা চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ইয়েমেনে মার্কিন হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে পাঁচ শিশুও রয়েছে বলে জানিয়েছে হুতিদের স্বাস্থ্য মন্ত্রণালয়।

আরও পড়ুন

এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা শনিবার হুতিদের লক্ষ্যবস্তুতে ব্যাপক এবং শক্তিশালী বিমান হামলা চালিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লোহিত সাগরে চলাচলরত জাহাজে হুতিদের হামলাকে এই হামলার কারণ হিসেবে উল্লেখ করেছেন। ওয়াশিংটন জানিয়েছে, নিহতদের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ হুতি নেতা রয়েছেন, কিন্তু যোদ্ধারা এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। হুতি নেতা আব্দুল মালিক আল-হুতি বলেছেন, যতক্ষণ পর্যন্ত আমেরিকা ইয়েমেনে আক্রমণ চালিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত তাদের যোদ্ধারা লোহিত সাগরে মার্কিন জাহাজগুলোতেও হামলা চালাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানির সঙ্গে লড়ছে যেসব শহর

আখাউড়ায় ৮ হাজার ইয়াবাসহ নারী আটক

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

রাজশাহীর পুঠিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নেত্রকোনায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে কবিরাজ গ্রেফতার

সুন্দরবনে ২০৫ কেজি হরিণের মাংসসহ আটক ১