আইন সঠিকভাবে প্রয়োগ করতে পারলে সব যুদ্ধে জয়ী হওয়া সম্ভব : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আইন না থাকলে সরকার, গণতন্ত্র, নাগরিক অধিকার কিছুই থাকবে না। আর পুলিশকে অবহেলা করে দেশ গড়া যাবে না। আইন যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারি, শৃঙ্খলা যদি প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে সব যুদ্ধে জয়ী হওয়া সম্ভব।
আজ সোমবার (১৭ মার্চ) তেজগাঁওয়ের নিজ কার্যালয়ে মাঠ পর্যায়ের ১২৭ পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি।প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের হাতে তো বেশি সময় নেই। আমরা ইতোমধ্যে ৭ মাস পার করে এসেছি। আমরা বলেছি-ডিসেম্বরে নির্বাচন হবে। কাজেই এরমধ্যেই আমাদের যে সামর্থ্য রয়েছে, যা যা সংস্কারের প্রয়োজন সেগুলো করতে হবে। কারও জন্য অপেক্ষায় থাকলে আমাদের কোনো লাভ হবে না। সংস্কারকাজ করতে হবে এবং সেটি প্রতিষ্ঠা করতে হবে। পুলিশ বাহিনীকে নতুন বাংলাদেশ গড়তে কার্যকর ভূমিকা রাখতে হবে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনের সময়ে অনেক চাপ আসবে, সে সময়ে পুলিশ বাহিনীকে শক্ত থাকতে হবে। যে সরকার আসবে তা যেন আইনের মাধ্যমে হয়, সেটি নিশ্চিত করতে হবে।
আরও পড়ুনসভায় অন্যদের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম প্রমুখ বক্তব্য রাখেন।
মন্তব্য করুন