ভিডিও সোমবার, ১৭ মার্চ ২০২৫

ট্রাম্পের চিঠির জবাব দেবে তেহরান

ট্রাম্পের চিঠির জবাব দেবে তেহরান, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাঠানো চিঠির বিষয়ে তেহরান আনুষ্ঠানিক জবাব দেবে।  তবে এ বিষয়ে এখনো পর্যালোচনা চলছে এবং গণমাধ্যমে প্রচারিত নানা জল্পনা-কল্পনা সঠিক নয়। সোমবার (১৭ মার্চ) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মেহর নিউজ।

সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বাকাই বলেন, ট্রাম্পের চিঠির বিষয়বস্তু তার প্রকাশ্য বক্তব্যের চেয়ে খুব বেশি ভিন্ন নয়। তবে চিঠির বিস্তারিত প্রকাশ করতে তিনি অস্বীকৃতি জানান। এছাড়া, ওমানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সাম্প্রতিক সফরের সঙ্গে এই চিঠির কোনো সম্পর্ক নেই বলে তিনি স্পষ্ট করেছেন। তিনি বলেন, ওই সফর মূলত আঞ্চলিক পরিস্থিতি ও জেদ্দায় অনুষ্ঠিত সাম্প্রতিক বৈঠক সংক্রান্ত ছিল। বাকাই আরও জানান, চিঠির বিষয়ে পর্যালোচনা শেষ হলে যথাযথ চ্যানেলের মাধ্যমে ইরানের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া প্রকাশ করা হবে।  
এর আগে ট্রাম্প জানান, তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির কাছে একটি বার্তা পাঠিয়েছেন, যেখানে নতুন একটি পারমাণবিক চুক্তির আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে তিনি একই সঙ্গে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তেহরানের সামনে দুটি পথ খোলা-ওয়াশিংটনের শর্তে আলোচনায় বসা বা সামরিক হামলার সম্মুখীন হওয়া।  

এই প্রস্তাব খামেনি দ্রুত প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, অতিরিক্ত দাবি ও হুমকির মুখে ইরান কোনো আলোচনায় বসবে না। একইসঙ্গে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও ট্রাম্পের প্রস্তাব নাকচ করে দিয়ে বলেন, ‘তুমি যা খুশি তাই কর’, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ খবর জানানো হয়।  

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিরতির পর ফিরে এসে অভিনয়েই ব্যস্ত সানজিদা কানিজ

রাজশাহী শিক্ষা বোর্ডে এবার ১ লাখ ৮১ হাজার ৯০৪ পরীক্ষার্থী এসএসসি পরীক্ষা দিবে

চতুর্থবার একই রিয়েলিটি শো’র প্রধান বিচারক পূর্ণিমা

স্নাতক পাসে নিয়োগ দেবে বিকাশ, থাকছে না বয়সসীমা

বিয়ে করেছেন সমন্বয়ক রাফি

বেগম খালেদা জিয়া অনেকটা সুস্থ - ডা. এ জেড এম জাহিদ হোসেন