ভিডিও সোমবার, ১৭ মার্চ ২০২৫

দেশে পা রেখেই ভারতকে হারানোর প্রত্যয় হামজার

দেশে পা রেখেই ভারতকে হারানোর প্রত্যয় হামজার, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশে ফুটবলে নতুন এক সম্ভাবনার নাম হামজা চৌধুরী। দেশের একমাত্র ফুটবলার হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে এই ডিফেন্ডারের। সেই হামজা অবশেষে লাল-সবুজের জার্সি গায়ে তুলতে দেশে ফিরেছেন। নিজ জন্মভূমিতে পা রেখেই তিনি জানিয়েছেন, ভারতকে হারিয়ে দিয়েই সামনে এগোবেন।

আজ সোমবার (১৭ মার্চ) পৌনে ১২ টায় দেশের মাটিতে পা রাখেন হামজা। জানা যায়, বাংলাদেশ সময় রাত ২টায় বাংলাদেশ বিমানের ম্যানচেস্টার থেকে সিলেট ফ্লাইটে রওনা হন। বিমানবন্দরে হামজা ও তার পরিবারকে বরণ করে নিতে এয়ারপোর্টে আগে থেকেই উপস্থিত ছিল বাফুফের ৭ জন নির্বাহী সদস্য। যারা হামজাকে বিমানবন্দরে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন। এসময় বিমানবন্দরে ভিড় করেন সাংবাদিকেরা। এখান থেকে হবিগঞ্জের স্নানঘাটে যাবেন হামজা। দেশের মাটিতে পা রেখে তাৎক্ষণিক এক বক্তব্যে হামজা বলেন, ‘দারুণ লাগছে। আমার হৃদয় পূর্ণ। লম্বা সময় পর ফিরেছি।’ ভারত ম্যাচ নিয়েও প্রশ্ন শোনেন হামজা। সেই প্রশ্নের উত্তর দেন সিলেটি ভাষায়, ‘ইনশাল্লাহ আমরা উইন করব। বড় স্বপ্ন আছে আমাদের। কোচের সঙ্গে কথা বলবো। আর ভারতকে হারিয়ে সামনে এগিয়ে যেতে পারবো।’
আগামী ২৫ মার্চ বাংলাদেশের হয়ে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলার কথা রয়েছে হামজার। সব ঠিক থাকলে মঙ্গলবার রাতে হামজা আসবেন ঢাকায়। পরের দিন অফিসিয়াল সংবাদ সম্মেলন। ২০ তারিখ দলের সঙ্গে উড়াল দেবেন ভারতে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় দুই শিশু ধর্ষণকারী নুরু দুই দিনের রিমান্ডে

বিরতির পর ফিরে এসে অভিনয়েই ব্যস্ত সানজিদা কানিজ

রাজশাহী শিক্ষা বোর্ডে এবার ১ লাখ ৮১ হাজার ৯০৪ পরীক্ষার্থী এসএসসি পরীক্ষা দিবে

চতুর্থবার একই রিয়েলিটি শো’র প্রধান বিচারক পূর্ণিমা

স্নাতক পাসে নিয়োগ দেবে বিকাশ, থাকছে না বয়সসীমা

বিয়ে করেছেন সমন্বয়ক রাফি