ভিডিও সোমবার, ১৭ মার্চ ২০২৫

স্বামীকে আটক করেছে পুলিশ

রাজশাহীর পুঠিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজশাহীর পুঠিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার। প্রতীকী ছবি

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়ায় সোমা (২৫) নামের এক নববধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে এলাকাসবাসি। গতকাল রোববার ভোর রাতে উপজেলার কুটি বারইপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। এ ব্যাপারে সোমার মা পিনজিরা বেগম বাদী হয়ে থানায় একটি মামালা দায়ের করেন। অভিযোগের পর সোমার স্বামী সিপনকে আটক করেছে পুলিশ।

উপজেলার কান্দ্রা গ্রামের মৃত মোহন এর মেয়ে সোমার। এলাকাবাসী জানায়, সোমার গলায় শ্বাসরোধ করে মারার মত দাগ রয়েছে। তসলিম, রুস্তম সহ এলাকাবাসী জানায়, সোমার ১ম বিয়ে হয় কান্দ্রা গ্রামের রনির সাথে। তার সাথে ছাড়া আড়া হলে রাজশাহী জেলার বাঘা উপজেলার তেতুলিয়া গ্রামের আনসার আলীর ছেলে রাশেলের সাথে ২য় বার বিয়ে হয়।

তাদের বাড়ি ঘর না থাকায় রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার কুটি বারইপাড়ায় সরকারী আশ্রয়ণ প্রকল্পে ঘর বরাদ্দ না পেলেও সরকারী জায়গায় টিনের ঘর করে বসবাস করতো। ২য় পক্ষের দুইটি শিশু সন্তান রয়েছে।  এর মধ্যে একই এলাকার আনছার আলীর ছেলে রাজ মিস্ত্রি সিপনের সাথে সর্ম্পক গড়ে উঠে। সিপনের স্ত্রী ও দুই সন্তান রয়েছে।

আরও পড়ুন

এই সর্ম্পকের কথা জানতে পেরে সিপনের বাবা এবং মা প্রায় দেড় মাস পূর্বে সোমার সাথে ঝগড়া বিবাদ এবং মারধরের ঘটনা ঘটে। তবে ৩য় বিয়ের বিষয়টি জানা জানি হলে প্রায় ১০ দিন পূর্বে তার ২ম স্বামী রাশেল এই বাড়ি থেকে চলে যায়। গতকাল তার ঝুলন্ত মরদেহ উদ্ধার হলে খবর পেয়ে থানা পুলিশ লাশ ময়নাতদন্তের জন্যে নিয়ে যায়।

এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ কবীর হোসেন জানান, লাশ উদ্ধার করা হয়েছে। আর তার বর্তমান স্বামী সিপন কে আটক করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিরতির পর ফিরে এসে অভিনয়েই ব্যস্ত সানজিদা কানিজ

রাজশাহী শিক্ষা বোর্ডে এবার ১ লাখ ৮১ হাজার ৯০৪ পরীক্ষার্থী এসএসসি পরীক্ষা দিবে

চতুর্থবার একই রিয়েলিটি শো’র প্রধান বিচারক পূর্ণিমা

স্নাতক পাসে নিয়োগ দেবে বিকাশ, থাকছে না বয়সসীমা

বিয়ে করেছেন সমন্বয়ক রাফি

বেগম খালেদা জিয়া অনেকটা সুস্থ - ডা. এ জেড এম জাহিদ হোসেন