চাঁপাইনবাবগঞ্জ হেরোইন হেফাজতে রাখা মামলায় যুবকের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের ১ কেজি ২৫০ গ্রাম হেরোইন বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের একটি মামলায় আব্দুল আলিম (২৬) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সাথে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাস কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে।
আজ সোমবার (১৭ মার্চ) দুপুর ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মো. মিজানুর রহমান একমাত্র আসামির উপস্থিতিতে দন্ডাদেশ ঘোষণা করেন। দন্ডিত আলিম চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের মির্জাপুর মুচড়াপাড়া গ্রামের মো. মোস্তফার ছেলে।
মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায় এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুল ওয়াদুদ বলেন, ২০২১ সালের ৬ জুলাই চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার গোমস্তাপুর সদর ইউনিয়নের কাশিপুর গ্রামে র্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অভিযানে ১ কেজি ৯৫০ গ্রাম হেরোইনসহ হাতেনাতে আটক হন আলিম। এ ঘটনায় পরদিন ৭ জুলাই গোমস্তাপুর থানায় আলিমকে একমাত্র আসামি করে মামলা করেন র্যাবের তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) আকরামুল হক।
আরও পড়ুন২০২১ সালের ১ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা (আইও) এবং গোমস্তাপুর থানার তৎকালীন অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কুমার দাস একমাত্র আলিমকে অভিযুক্ত করে আদালতে মামলার চার্জশীট দাখিল করেন। ১১ জনের সাক্ষ্য, প্রমাণ ও শুনানী শেষে আদালত আজ সোমবার (১৭ মার্চ) আলিমকে দোষি সাব্যস্ত করে সাজা ঘোষণা করেন। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন এড. জহির জামান জনি।
মন্তব্য করুন