ভিডিও মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

রাজশাহী শিক্ষা বোর্ডে এবার ১ লাখ ৮১ হাজার ৯০৪ পরীক্ষার্থী এসএসসি পরীক্ষা দিবে

রাজশাহী শিক্ষা বোর্ডে এবার ১ লাখ ৮১ হাজার ৯০৪ পরীক্ষার্থী এসএসসি পরীক্ষা দিবে

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : এবছর রাজশাহী শিক্ষা বোর্ডে থেকে ১ লাখ ৮১ হাজার ৯০৪ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেবে। আগামী ১০ এপ্রিল থেকে পরীক্ষা শুরু হবে। প্রথমে বহুনির্বাচনী পরে সৃজনশীল/রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ দুটি অংশের মধ্যে কোন বিরতি থাকবে না। বাংলা প্রথমপত্র দিয়ে পরীক্ষা শুরু হবে। পরীক্ষা শুরু হবে সকাল ১০টায়, শেষ হবে বেলা ১টায়। ইতিমধ্যেই পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

২০২৫ সালে রাজশাহী শিক্ষা বোর্ডে বিজ্ঞান বিভাগে ৯১ হাজার ৫৪৩ জন, মানবিক বিভাগে ৮৪ হাজার ৫৬৬ জন, ব্যবসায় শাখায় ৫ হাজার ৭৯৫ জন, মিলিয়ে মোট ১ লাখ ৮১ হাজার ৯০৪ জন। এর মধ্যে ছাত্র ৯৪ হাজার ৬১০ জন এবং ছাত্রী ৮৭ হাজার ২৯৪ জন। নিয়মিত পরীক্ষার্থী ১ লাখ ৬৩ হাজার ৭০ জন। অনিয়মিত পরীক্ষার্থী ১৮ হাজার ৬৬৪ জন ও বিভাগ উন্নয়ন পরীক্ষার্থী ১৭০ জন।

রাজশাহী জেলায় ৫৪ কেন্দ্রে ৫১০ প্রতিষ্ঠানের মোট পরীক্ষার্থী ২৭ হাজার ১৮২ জন। এর মধ্যে ছাত্র ১৪ হাজার ৪৫৫ জন, ছাত্রী ১২ হাজার ৭২৭ জন। চাঁপাইনবাবগঞ্জ জেলায় ১৫ কেন্দ্রে ২৪৮ প্রতিষ্ঠানের মোট পরীক্ষার্থী ১৪ হাজার ৪৭৯ জন। এর মধ্যে ছাত্র ৭ হাজার ৭০৯ জন, ছাত্রী ৬ হাজার ৭৭০ জন।নাটোর জেলায় ২৭ কেন্দ্রে ২৯৪ প্রতিষ্ঠানের মোট পরীক্ষার্থী ১৫ হাজার ৬২৪ জন।

এর মধ্যে ছাত্র ৭ হাজার ৯১৬ জন, ছাত্রী ৭ হাজার ৭০৮ জন।নওগাঁ জেলায় ৩৮ কেন্দ্রে ৪২২ প্রতিষ্ঠানের মোট পরীক্ষার্থী ২২ হাজার ২৬০ জন। এর মধ্যে ছাত্র ১২ হাজার ২৩৬ জন, ছাত্রী ১০ হাজার ২৪ জন।পাবনা জেলায় ৩১ কেন্দ্রে ২৯৯ প্রতিষ্ঠানের মোট পরীক্ষার্থী ২৭ হাজার ৫২৮ জন। এর মধ্যে ছাত্র ১৩ হাজার ৩৮৩ জন, ছাত্রী ১৪ হাজার ১৪৫ জন।

আরও পড়ুন

সিরাজগঞ্জ জেলায় ৪৬ কেন্দ্রে ৩৪৮ প্রতিষ্ঠানের মোট পরীক্ষার্থী ৩২ হাজার ৬৫৩ জন। এর মধ্যে ছাত্র ১৬ হাজার ৮৬০ জন, ছাত্রী ১৫ হাজার ৭৯৩ জন।বগুড়া জেলায় ৪১ কেন্দ্রে ৪৩৬ প্রতিষ্ঠানের মোট পরীক্ষার্থী ৩৩ হাজার ২৬৫ জন। এর মধ্যে ছাত্র ১৭ হাজার ৫১৪ জন, ছাত্রী ১৫ হাজার ৭৫১ জন।জয়পুরহাট জেলায় ১৭ কেন্দ্রে ১৪০ প্রতিষ্ঠানের মোট পরীক্ষার্থী ৮ হাজার ৯১৩ জন। এর মধ্যে ছাত্র ৪ হাজার ৫৩৭ জন, ছাত্রী ৪ হাজার ৩৭৬ জন।

এ বিষয়ে সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক (গোপনীয়) জহিরুল হক বলেন, প্রতিদিন পরীক্ষা শুরু হবে সকাল ১০টায়। শেষ হবে বেলা ১টায়। প্রথমে বহু নির্বাচনী (এমসিকিউ) পরে সৃজনশীল/রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ দু পরীক্ষার মধ্যে কোন বিরতি থাকবে না। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদেরকে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। শুধুমাত্র প্রবেশ পত্র ও রেজিষ্ট্রেশন কার্ড ছাড়া অন্য কোন কাগজপত্র সাথে রাখতে পারবে না।

এ বিষয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আরিফুল ইসলাম বলেন, ইতিমধ্যেই পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরীক্ষা শুরু হবে আগামী ১০ এপ্রিল থেকে। ইতিমধ্যেই পরীক্ষার্থীদের সাদা উত্তরপত্র ও প্রবেশ পত্র স্ব স্ব কেন্দ্রে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে বাড়ির সামনে যুবককে গুলি করে হত্যা

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত, বিক্ষোভে রণক্ষেত্র মহাসড়ক

বাংলাদেশ নিয়ে তুলসী গ্যাবার্ডের মন্তব্য বিভ্রান্তিকর : প্রধান উপদেষ্টার প্রেস উইং

রেমিট্যান্সের নামে ৭৩০ কোটি টাকা এনে কর ফাঁকি দিলেন এক করদাতা: এনবিআর চেয়ারম্যান

বাড়ির ছাদে থেকে আলমগীরের গলাকাটা মরদেহ উদ্ধার

আপেল-আঙুর-কমলা আমদানিতে শুল্ক কমলো