ভিডিও মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

বিরতির পর ফিরে এসে অভিনয়েই ব্যস্ত সানজিদা কানিজ

সানজিদা কানিজ

অভি মঈনুদ্দীন ঃ সানজিদা কানিজ, নাটকের প্রিয় একজন মুখ হয়েই উঠছিলেন। শুরু করেছিলেন একের পর এক ভালো ভালো গল্পের নাটকে অভিনয় করা। কিন্তু একটা সময় অভিনয় থেকে তাকে বিরতি নিতে হয়। অভিনয়ে একজন অভিনেত্রীর প্রায় এক যুগের বিরতি থাকলে হয়তো অভিনয়ের প্রতি আর ভালোবাসাটাই থাকেনা। কিন্তু সানজিদা কানিজের ক্ষেত্রে হয়েছে পুরো উল্টো একটি বিষয়। তিনি যেন অভিনয়ের প্রতি আরো দ্বিগুন প্রেম, ভালোবাসা ও অধ্যবসায় নিয়ে অভিনয়ের দুনিয়ায় ফিরেছেন।

অভিনয়ের সানজিদা কানিজের শুরুটা হয়েছিলো ২০০৮ সালে। তখন পীরজাদা হারুনের সহযোগিতায় অনুপম আইচের নির্দেশনায় ‘আতঙ্ক’ নাটকে তিনি প্রথম অভিনয় করেন। এটি বিটিভিতে প্রচারিত হয়েছিলো। এরপর সানজিদা কানিজকে ‘ছায়াঘাতক’,‘ অবশেষে তারা’,‘ রইচউদ্দিনের স্বপ্ন দুঃস্বপ্ন’,‘সুন্দরীতমা’সহ আরো বেশিকিছু নাটকে অভিনয় করতে দেখা যায়।

একের পর এক নাটকে অভিনয় করে সেই সময় বেশ দর্শকপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি। তবে ২০১২ সালে আরটিভিতে প্রচারিত সেই সময়ের জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘বয়রা পরিবার’ ধারাবাহিকই ছিলো তার অভিনীত শেষ নাটক। এরপর মাঝখানে এক যুগের বিরিত ছিলো। বিরতির পর আবারো ফিরে এলেন তিনি ২০২৪ সালে সোহেল আরমানের বিটিভিতে প্রচারিত নাটক ‘রূপ না মন’ দিয়ে। এরপর একে একে তিনি ইদ্রিস হায়দারের ‘পাজি শ্বাশুড়ি’,‘ কোটিপতির কালো বউ’,‘ সহজ শর্তে ঋণ’,‘ চোরের সুন্দরী বউ’,‘ স্ত্রীর মর্যাদা’,‘ নায়িকা হতে চাই’,‘ মায়ের লটারী’,‘ সিনেমা’,‘ বউ’ নাটকে অভিনয় করেন। এটিএন বাংলায় প্রচার চলতি ধারাবাহিক মুরাদ পারভেজ পরিচালিত ‘স্মৃতির আল্পনা আঁকি’ ধারাবাহিকেও অভিনয় করেন তিনি।

আরও পড়ুন

এছাড়াও সানজিদা কানিজ অভিনয় করছেন নাসির উদ্দিন মাসুদের ‘টাট্টু ঘোড়ার দল’ নাটকেও। আগামী ঈদে তাকে দেখা যাবে হাসান জাহাঙ্গীরের সাত পর্বের নাটক ‘ব্ল্যাক মানি’। এরইমধ্যে আগামী ঈদে বিটিভিতে প্রচারের জন্য সোহেল আরমান পরিচালিত ‘জলপরী’ টেলিফিল্মেও অভিনয় করেছেন তিনি। ৫ মার্চ জন্ম নেয়া সানজিদা কানিজের বাবা মা কেউই বেঁচে নেই। তিনি ঢাকার দি পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ’ থেকে ইংরেজি সাহিত্যে অনার্স সম্পন্ন করেছেন।

আবারো অভিনয়ের দুনিয়া ফেরা এবং ব্যস্ত হওয়া প্রসঙ্গে সানজিদা কানিজ বলেন,‘ সত্যি বলতে কী অভিনয়ের ক্ষুধাটা ছিলো আমার মাঝে। যদিও গেলো এক যুগ আমি সংসার, সন্তান নিয়েই বেশি ব্যস্ত ছিলাম। কিন্তু বাসায় বসে বসে যখন টিভি স্ক্রিণে আমারই সহশিল্পীদের কাজ দেখতাম, মন খারাপ হতো। একটা সময় সোহেল আরমান ভাইয়ের কাজ দিয়েই আবারো অভিনয়ে ফেরা আমার। একজন সত্যিকারের অভিনয়শিল্পী হবারই স্বপ্ন আমার। যে কারণে এখন আরো দ্বিগুন আগ্রহ নিয়ে কাজ করছি। যতোটা শ্রম দেবার দিচ্ছি। আর যারা আমাকে নিয়ে এখন নিয়মিত কাজ করছেন তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে বাড়ির সামনে যুবককে গুলি করে হত্যা

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত, বিক্ষোভে রণক্ষেত্র মহাসড়ক

বাংলাদেশ নিয়ে তুলসী গ্যাবার্ডের মন্তব্য বিভ্রান্তিকর : প্রধান উপদেষ্টার প্রেস উইং

রেমিট্যান্সের নামে ৭৩০ কোটি টাকা এনে কর ফাঁকি দিলেন এক করদাতা: এনবিআর চেয়ারম্যান

বাড়ির ছাদে থেকে আলমগীরের গলাকাটা মরদেহ উদ্ধার

আপেল-আঙুর-কমলা আমদানিতে শুল্ক কমলো