ভিডিও মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

যশোরে বাড়ির সামনে যুবককে গুলি করে হত্যা

যশোরে বাড়ির সামনে সাদী (৩২)  নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৭ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে শহরের রেলরোড পঙ্গু হাসপাতালের পেছনে তিনি গুলিবিদ্ধ হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১টার দিকে মারা যান তিনি। নিহত সাদী রেলগেট এলাকার শওকতের ছেলে।
সাদীর স্বজনেরা জানান, শহরের টিবি ক্লিনিক এলাকার বাবুর ছেলে ট্যাটু সুমন, আশ্রম রোডের আলীর ছেলে মেহেদী চাঁদা দাবি করেছিলেন সাদীর কাছে। চাঁদা দিতে রাজি না হওয়ায় সোমবার রাতে সাদীকে বাড়ির সামনে ছয় থেকে সাতটি গুলি করে পালিয়ে যান তারা।  
গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। কিন্তু, অবস্থা গুরুতর হওয়ায় তাকে সেখান থেকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত পৌনে ১টার দিকে মারা যান সাদী।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাকিরুল জানান, সাদীর বুক ও গলায় দুটি গুলি লেগেছে। তাকে আইসিইউ সাপোর্টে রাখা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল জানান, অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকীর নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন। ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। জড়িতদের ধরতে শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ অভিযান শুরু করেছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনায় ৩৫ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক

এবারের ঈদে সবচেয়ে তারকা বহুল নাটক ‘একান্নবর্তী’

গাইবান্ধার ফুলছড়িতে দশ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ৭৫ বছরের বৃদ্ধ গ্রেফতার

দিনাজপুরের বিরামপুরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে তৈরি হচ্ছে সেমাই

জামালপুরে ডিসি পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে যুবক গ্রেপ্তার

ঘনিয়ে আসছে ঈদ : দর্জিপাড়ায় নেই কর্মব্যস্ততা