ভিডিও মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

উপদেষ্টা মাহফুজ-আসিফের পদত্যাগ দাবি গণঅধিকার পরিষদ’র

উপদেষ্টা মাহফুজ-আসিফের পদত্যাগ দাবি গণঅধিকার পরিষদ’র, ছবি: হোসাইন আহমেদ ।

অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্ট আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করেছেন গণঅধিকার পরিষদের নেতারা। 

আজ মঙ্গলবার (১৮ মার্চ) গণঅধিকার পরিষদের জরুরি জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেন, উপদেষ্টা মাহফুজ আলম ইসলামি শক্তিকে সহ্য করতে পারছেন না। আলেম-ওলামা মাদরাসা শিক্ষার্থীদের নিয়ে তিনি কটাক্ষ করেছেন। মাহফুজ আলম জাতীয় ঐক্য সংহতি পুরোপুরি ধ্বংস করেছেন। তিনি একজন বিতর্কিত ব্যক্তি, এরকম বিতর্কিত ব্যক্তি কোনভাবেই সরকারের উপদেষ্টা পদে বহাল থাকতে পারেন না। আমরা তার পদত্যাগ দাবি করছি।

আরও পড়ুন

রাশেদ খান বলেন, তথ্য উপদেষ্টাকে সরকারের মূখপাত্র হিসেবে কাজ করে। তবে তিনি (উপদেষ্টা মাহফুজ আলম) কখনও হেফাজত, জামায়াত, বিএনপি, গণঅধিকার পরিষদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন। এসব বক্তব্যরে কারণে অনৈক্য সৃষ্টি হচ্ছে বলেও মন্তব্য করেছেন পরিষদের এই নেতা। সরকারের উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানিয়েছে গণঅধিকার পরিষেদর এই নেতা। প্রয়োজনে নতুন নিরপেক্ষ সরকার সগঠন করতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি।

সংবাদ সম্মেলন থেকে আরেক ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদেরও পদত্যাগ দাবি করেছেন গণঅধিকার পরিষদের নেতারা। দলের মুখপাত্র ফারুক হাসান বলেন, ছাত্র প্রতিনিধি উপদেষ্টা হিসেবে চেয়ারে রয়েছেন আসিফ মহম্মদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম। তাদেরকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাগড়াছড়িতে গৃহবধূকে 'ধর্ষণ' চেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ১

সিমেন্ট ভর্তি ট্রাক ছিনতাই করতে এসে জনতার হাতে আটক

বগুড়ার আদমদীঘিতে ভ্রাম্যমাণ আদালতে চার মাদকসেবীর জেল-জরিমানা

ময়মনসিংহে মাটিকাটায় বাধ দেয়ায় যুবককে পিটিয়ে হত্যা

ঈদযাত্রায় নৌযানে অতিরিক্ত ভাড়া নিলে কঠোর শাস্তি: নৌ উপদেষ্টা

নাটোরের সিংড়ায় যুব মহিলা লীগ নেত্রী শাহিদা বেগম গ্রেফতার