ভিডিও বুধবার, ১৯ মার্চ ২০২৫

ফিলিস্তিনিদের আত্মবিশ্বাস ভাঙ্গতেই এই হামলা : বিবৃতি 

ফিলিস্তিনিদের আত্মবিশ্বাস ভাঙ্গতেই এই হামলা : বিবৃতি , ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজার সরকারি মিডিয়া অফিস ইসরাইলের ভয়াবহ হামলার পর একটি নতুন বিবৃতি প্রকাশ করেছে। যেখানে বলা হয়েছে ফিলিস্তিনিদের আত্মবিশ্বাসে আঘাত করতেই এই হামলা চালিয়েছে ইসরাইল। মঙ্গলবার (১৮ মার্চ) প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

বিবৃতিতে বলা হয়, সোমবার রাতভর ইসরাইলের হামলার সবচেয়ে বড় শিকার হয়েছেন নারী ও শিশুরা। এমনকি কোন কোন ক্ষেত্রে পুরো পরিবার নিশ্চিহ্ন হয়ে গেছে। এতে আরও বলা হয়েছে,  আমাদের ফিলিস্তিনি জনগণের আত্মবিশ্বাস ভঙ্গ করার জন্য এটি একটি যুদ্ধ কৌশল। তা সত্ত্বেও, গাজার জনগণ এই অপরাধে ভীত হবেন না এবং আমাদের ভূমি থেকে ইসরাইলি দখলদারিত্ব শেষ না করা পর্যন্ত তাদের দৃঢ়তা এবং বৈধ সংগ্রাম চালিয়ে যাবেন। 

আরও পড়ুন

এদিকে গাজার গণমাধ্যম অফিস জাতিসংঘ, অধিকার গোষ্ঠী এবং সাহায্য সংস্থাসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে যাতে তারা ইসরাইলের ‘অপরাধের’ বিরোধিতা করে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করে এবং ইসরাইলি নেতাদের জবাবদিহিতার আওতায় আনে। ইসরাইল তৃতীয় সপ্তাহ ধরে গাজা উপত্যকা অবরোধ করে রাখার পর এই হামলা চালানো হলো। 

গাজার ফিলিস্তিনি চিকিৎসকরা জানিয়েছেন, ১৯ জানুয়ারী ইসরাইল এবং হামাসের  মধ্যে যুদ্ধবিরতি হওয়ার পর থেকে ইসরাইলের সবচেয়ে বড় বিমান হামলায় তিন শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, ইসরাইল একতরফাভাবে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করেছে। এদিকে ইসরাইল জানিয়েছে, যুদ্ধবিরতি বাড়ানোর আলোচনা নিয়ে সমঝোতা না হওয়ায় ইসরাইলি সেনাবাহিনী  ‘বিস্তৃত’ হামলা শুরু করেছে। অন্যদিকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, ইসরাইল এখন থেকে সামরিক শক্তি বাড়িয়ে হামাসের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মীয় সম্প্রীতির তথ্য জানতে মার্কিনিদের বাংলাদেশে আসার আমন্ত্রণ

নাটোরের বাগাতিপাড়ায় সাবেক উপজেলা চেয়ারম্যান গকুল গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ট্রাক্টর চালক নিহত

দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় জামায়াতে ইসলামী সর্বজনীন ঐক্য চায় - জামায়াতের নায়েবে আমির

গাইবান্ধার পলাশবাড়ীতে শ্রমিক নেতা সুরুজ হক লিটন গ্রেফতার

জয়পুরহাটের পাঁচবিবিতে অজ্ঞান পার্টির খপ্পরে গরু ব্যবসায়ীরা খোয়ালেন ১৮ লক্ষাধিক টাকা