ঠাকুরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিপন সরকার (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় সততা প্রেসের সামনে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে ছেঁড়া তারের সংস্পর্শে এসে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রিপন সরকার ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের কৃষ্ণ সরকারের ছেলে। এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনাটি দুঃখজনক। বিদ্যুৎ বিভাগের সাথে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুনমন্তব্য করুন