বগুড়ার শেরপুরে গাঁজাসহ মাদককারবারি গ্রেফতার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে মাদককারবারি জান্নাতুল ফেরদৌসকে (৪৭) ২৫০ গ্রাম গাাঁজাসহ গ্রেফতার করেছে। সে মির্জাপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের আব্দুস সামাদ গাজির ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদেরভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার মির্জাপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে তার বসতবাড়ি থেকে ২৫০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়।
আরও পড়ুনআসামি জান্নাতুল ফেরদৌসের বিরুদ্ধে আগের দু’টি মাদক মামলা চলমান রয়েছে। এ ব্যাপারে শেরপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, সে একজন মাদককারবারি, তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন