ভিডিও বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

বাংলাবান্ধায় বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার

বাংলাবান্ধায় বোমা সদৃশ্য বস্তু উদ্ধার। ছবি : দৈনিক করতোয়া

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : বাংলাবান্ধা স্থলবন্দর পাথরের সাইটে পরিত্যক্ত অবস্থায় ১টি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে বিজিবি। আজ বুধবার (১৯ মার্চ) সকাল সাড়ে ৮ টার দিকে বাংলাবান্ধা স্থলবন্দর হতে দেড় কিলোমিটার দূরে কাস্টমস ঘোষিত এলাকা থেকে বস্তুটি  উদ্ধার করা হয়। জানা যায়, সকাল সাড়ে ৮ টার দিকে পাথর ব্যবসায়ী মেসার্স কাশফিয়া রাফসান এন্টারপ্রাইজ এর সত্ত্বাধিকারী মোঃ আবুল কালাম আজাদ পরিত্যক্ত অবস্থায় বোমা সাদৃশ্য বস্তুটি দেখতে পান। তিনি বিষয়টি বাংলাবান্ধা বিওপি বিজিবি কে অবহিত করেন।

বিজিবি ঘটনাস্থল পরিদর্শন করে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ কে অবহিত করলে তেঁতুলিয়া মডেল থানার পুলিশ ঘটনা স্থলে গিয়ে ওই জায়গাটি ঘিরে রাখে। থানার অফিসার ইনচার্জ  এনায়েত কবির বলেন, বোমা সাদৃশ্য বস্তুটির আদালতের অনুমতি সাপেক্ষে মোবা ডিসপোজাল টীমের মাধ্যমে নিরাপদ স্থানে নিঃস্কৃয় করা হবে।

আরও পড়ুন

১৮ ব্যাটালিয়ন পঞ্চগড়, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অধিনায়ক (সিও) লে. কর্ণেল মনির বলেন, বোমা সাদৃশ্য বস্তুটির স্থানীয় পাথর ব্যবসায়ীর মাধ্যমে জানার পর বাংলাবান্ধা বিওপি কমান্ডার তেঁতুলিয়া মডেল থানা পুলিশকে জানিয়েছে। বর্তমানে ঘটনাস্থল পুলিশ পহারায় হেফাজতে আছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফজলুর রহমান বাবুর গানে উঠে এলো জীবনের সব ক্ষোভ

বগুড়ার দুপচাঁচিয়ায় ডাকাতি মামলার আসামিসহ গ্রেফতার দুই

সিরাজগঞ্জে ছাত্রদল নেতা নিহতের ঘটনায় বিএনপির দুই নেতার পদ স্থগিত

মিঠুন-শ্রীদেবী সত্যিই কি বিয়ে করেছিলেন?

সিরাজঞ্জের রায়গঞ্জে নিখোঁজ চাচা-ভাতিজার লাশ উদ্ধার

ঈদ ঘিরে জমজমাট ভ্রাম্যমাণ ভ্যান মার্কেট, পণ্য কিনতে হবে দেখে-শুনে করতে হবে দর কষাকষি