ভিডিও শুক্রবার, ২১ মার্চ ২০২৫

কবির বকুলের ‘ঈদ মোবারক’ এ কন্ঠ দিলেন সাব্বির, সালমা, লিজা, রাজীব

কবির বকুলের ‘ঈদ মোবারক’ এ কন্ঠ দিলেন সাব্বির, সালমা, লিজা, রাজীব

অভি মঈনুদ্দীন ঃ আগামী ঈদে বাংলাদেশ বেতারে প্রচারের জন্য ‘ঈদ মোবারক’ শিরোনামে একটি পিলার সং করা হয়েছে যা আগামী ঈদের দিন থেকেই প্রচার শুরু হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বহুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশের প্রখ্যাত গীতিকার, সুরকার কবির বকুল। ‘ঈদ মোবারক’ শিরোনামের এই গানটি কবির বকুলের লেখা ও সুর করা। গানটিতে কন্ঠ দিয়েছেন ক্লোজআপ ওয়ান’খ্যাত চার তারকা সঙ্গীতশিল্পী। তারা হলেন সাব্বির জামান, সালমা, লিজা ও রাজীব। এরইমধ্যে রাজধানীর আগারগাঁওতে অবস্থিত ‘বাংলাদেশ বেতার’-এর অফিসে গানটির রেকর্ড করা হয়। রেকর্ডিং-এ শিল্পীরা একসাথেই অংশগ্রহন করেন।

গানটিতে কন্ঠ দেয়া প্রসঙ্গে সাব্বির জামান বলেন,‘ গীতিকার হিসেবে বকুল ভাইয়ের লেখা গানের প্রশংসা আসলে নতুন করে বলার কিছু নেই। গানটি এমনভাবে লেখা যা প্রতি ঈদেই সবসময় বেতারে প্রচার করা যাবে। গানটি তারই সুর করা। যেহেতু তিনি নিজেই গানটি লিখেছেন, তিনিই তার নিজের মনের মতো সুর করেছেন। গাইতেও ভীষণ ভালোলেগেছে। একটা ভীষণ আনন্দ নিয়ে উচ্ছ্বাস নিয়ে আমরা গানটিতে কন্ঠ দিয়েছি।’

সালমা বলেন,‘ ঈদ মোবারক নামটার মধ্যেইতো আসলে ভীষণ আনন্দের বিষয় কাজ করে। দীর্ঘ একটা মাস সিয়াম সাধনার পর যখন আমাদের জীবনে ঈদ আসে, তখন সবার মধ্যেই আসলে আনন্দ বয়ে যায়। ঈদ মোবারক গানটার মধ্যে সেই আনন্দ, সেই ভালোলাগার ব্যাপারটা আছে।’

লিজা বলেন,‘ শ্রদ্ধেয় বকুল ভাইয়ের লেখা দশটিরও বেশি মৌলিক গান আমি গেয়েছি। তার লেখা প্রতিটি গানই আমার কাছে বিশেষ। ঈদ মোবারক গানটিও ঠিক তাই। তার লেখা ও সুরের মধ্যে সমন্বয়টা এক কথায় দারুণ। আমি খুব আশাবাদী গানটি নিয়ে।’

আরও পড়ুন

রাজীব বলেন,‘ কবির বকুল ভাই সিনেমার গানে এবং আধুনিক গানের অনবদ্য গীতিকার। তার বহু হিট গান রয়েছে। অত্যন্ত বিনয়ী একজন মানুষ তিনি। তার গান করতে পারাটাও একটা বাড়তি আনন্দ। ঈদ মোবারক ঈদের আনন্দ বয়ে নিয়ে আসবে শ্রোতাদের মাঝে এমনটাই প্রত্যাশা।’

এদিকে আগামী ঈদে লিজা সরাসরি সঙ্গীত পরিবেশন করবেন এশিয়ান টিভি, দেশ টিভি, বৈশাখী টিভি ও চ্যানেল নাইনে। এছাড়াও বিটিভি, আরটিভি, এনটিভিতে লিজার রেকর্ড করা অনুষ্ঠানও প্রচার হবে। সাব্বির জামানের কন্ঠে এরইমধ্যে ‘জান্নাতি পাখি’ শিরোনামের একটি গান প্রকাশিত হয়েছে ‘মিউজিক আলফা’তে। শান্ত পথিকের লেখা এই গানটির কম্পোজিশন করেছেন সাব্বির জামান।

ঈদ উপলক্ষ্যে সালমার কন্ঠে ‘বরবাদ’ শিরোনামের একটি গান প্রকাশিত হলো। লিখেছেন আশিক বন্ধু, কম্পোজিশন করেছেন সুমন কল্যাণ। রাজীব এরইমধ্যে বিটিভিতেও ঈদের গানের শুটিং-এ অংশ নিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুক স্টোরি থেকেও এখন আয় করা যাবে

ইসরাইলের নিরাপত্তাপ্রধান রোনেন বার বরখাস্ত

ফিল্মফেয়ারে ‘তুফান’র গানে নাচলেন শুভশ্রী, ভিডিও 

শিক্ষা বিভাগ বন্ধের নির্বাহী আদেশে সই করলেন ট্রাম্প

ঢাকাসহ ১০ জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

ইরিত্রিয়ার সাথে যুদ্ধ চায় না ইথিওপিয়া, বলেছেন প্রধানমন্ত্রী