ভিডিও শুক্রবার, ২১ মার্চ ২০২৫

জেবিনের নিমন্ত্রণে বিশেষ আয়োজনে অপু-লুইপা

জেবিনের নিমন্ত্রণে বিশেষ আয়োজনে অপু-লুইপা

অভি মঈনুদ্দীন ঃ বাংলাদেশে এই সময়ে বিভিন্ন টিভি চ্যানেলের উপস্থাপিকাদের মধ্যে নিজের আলদা একটা পরিচিতি গড়ে তুলেছেন নিজেকে গ্ল্যামারাসভাবে টিভি পর্দায় উপস্থিতি এবং নিজের একদমই আলাদারকম উপস্থাপনার মধ্যদিয়ে। তিনি শাহরিন জেবিন। ‘চ্যানেল টুয়েন্টি ফোর’-এর একজন নিয়মিত উপস্থাপিকা হিসেবে শিল্পীদের কাছেও তিনি ভীষণ প্রিয় হয়ে উঠেছেন। শিল্পীরাও তারসঙ্গে কথা বলেন ভীষণ স্বাচ্ছন্দ্যতা নিয়ে। যে কারণে চ্যানেল টুয়েন্টিফোর-এর সাপ্তাহিক আয়োজন ‘কালার্স টুয়েণ্টিফোর’এ জেবিনের নিমন্ত্রণে তারকা শিল্পীরাও বেশ আগ্রহ নিয়েই অংশগ্রহন করেন।

সেই ধারাবাহিকতায় আজ রাত ৮.৩০ মিনিটে প্রচারের অপেক্ষায় থাকা ‘কালার্স টুয়েন্টিফোর’-এর এবারের পর্বে আড্ডায় অংশ নিবেন প্রজন্মের শ্রোতাপ্রিয় দুই সঙ্গীতশিল্পী অপু আমান ও লুইপা। এই আয়োজনে লুইপা ও অপু আমান গান, গল্প আড্ডায় দুজনই জানিয়েছেন সঙ্গীত জীবনের নানান ধরনের মজার মজার ঘটনার কথা, জানিয়েছেন ভক্তদের পাগলামীর কথা এবং গানের ক্যারিয়ার নিয়ে নানান সংকটের কথা।

অপু আমানের মতে, প্রযুক্তির মাধ্যমে আর্টিফিসিয়াল কন্ঠ ব্যবহার করায় যেমন গানের আবেদন কমছে তেমনি হিউম্যান ভয়েজ-এর বিকল্প খুঁজে নেয়াতে ভীষণ ক্ষতি হচ্ছে সঙ্গীত শিল্পীদের। একই অভিমত গায়িকা লুইপারও।

অপু আমান বলেন,‘ জেবিনের নিমন্ত্রণে এই আয়োজনে অংশগ্রহন করে বেশ ভালোলেগেছে। কিছু না বলা কথা বলেছি। সেইসাথে আমাদের দেশের কিংবদন্তী গীতিকার, প্রযোজক, পরিচালক (প্রয়াত) শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার আঙ্কেল-এর মৃত্যুর দু’দিন আগে আমার নিজের করা শেষ গানটি গেয়েছি এই আয়োজনে। কীভাবে কেমন করে হলো এই গানটি সে কথাও উঠে এসেছে গল্প আড্ডায়। গেয়েছি আরো বেশকিছু গান। ভালোলেগেছে চ্যানেল টুয়েন্টিফোর-এর এই আয়োজন। ধন্যবাদ জেবিনকে।’

আরও পড়ুন

লুইপা বলেন,‘ বেশ ভালোলাগলো আড্ডা দিতে জেবিনের সঙ্গে। গল্প আড্ডায় অনেক কথাই আসলে শেয়ার করা হয়েছে যা দর্শক নতুন করে জানবেন। কিছু কষ্টের কথাও শেয়ার করেছি। গান দিয়ে নিজের জীবনের অর্জনের কথাও শেয়ার করেছি। নিজের ভালোলাগার কয়েকটা গানও গেয়েছি। সবমিলিয়ে অনুষ্ঠানটি বেশ প্রাণবন্ত হয়ে উঠেছিলো। আশা করছি দর্শকের ভালোলাগবে।’ জেবিন বলেন,‘ দুজনই আসলে এই সময়ের ব্যস্ত শিল্পী, গুনী শিল্পীতো বটেই। সময় করে আসার জন্য তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।’

এদিকে অপু আমান এরইমধ্যে এটিএন বাংলার ঈদ বিশেষ অনুষ্ঠান ‘মিউজিক টাইম’-এ অংশ নিয়েছেন। লুইপাকে ঈদে বেশ কয়েকটি টিভি অনুষ্ঠানে দেখা যাবে। যারমধ্যে সরাসরি গানের অনুষ্ঠানও রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুক স্টোরি থেকেও এখন আয় করা যাবে

ইসরাইলের নিরাপত্তাপ্রধান রোনেন বার বরখাস্ত

ফিল্মফেয়ারে ‘তুফান’র গানে নাচলেন শুভশ্রী, ভিডিও 

শিক্ষা বিভাগ বন্ধের নির্বাহী আদেশে সই করলেন ট্রাম্প

ঢাকাসহ ১০ জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

ইরিত্রিয়ার সাথে যুদ্ধ চায় না ইথিওপিয়া, বলেছেন প্রধানমন্ত্রী