ভিডিও বুধবার, ০২ এপ্রিল ২০২৫

মহিপুরে স্বামীর নির্যাতনে স্ত্রীকে হত্যার অভিযোগ

মহিপুরে স্বামীর নির্যাতনে স্ত্রীকে হত্যার অভিযোগ

নিউজ ডেস্ক:  পটুয়াখালীর মহিপুর উপজেলার লতাচাপলী ইউনিয়নের পাঞ্জুপাড়া গ্রামে মাফিয়া বেগম (১৬) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। 

বৃহস্পতিবার (২০ মার্চ) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। অভিযুক্তের নাম মেহেদী হাসান (২২)।

নিহতের পরিবারের সদস্যরা জানান, প্রায় তিন মাস আগে পারিবারিকভাবে একই গ্রামের মেহেদী হাসানের সঙ্গে মাফিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই মেহেদী মাফিয়াকে নির্যাতন করে আসছিল।

বৃহস্পতিবার দুপুরে মাফিয়ার ছোট বোন মারিয়া বোনের শ্বশুরবাড়ি আসে। এ সময় মেহেদী মাফিয়াকে মারধর করছিল। বিষয়টি দেখেতে পেয়ে মারিয়া বাড়িতে গিয়ে সবাইকে জানায়। রাত সাড়ে ৮টার দিকে মেহেদী তার শ্বশুরকে ফোন দিয়ে বলে, মাফিয়া গলায় দড়ি দিয়েছে।

আরও পড়ুন

দ্রুত মাফিয়ার মা হাফিজা বেগম ও বাবা হারিছ তাদের বাড়িতে গিয়ে মেয়েকে উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়। সেখান থেকে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে, মাফিয়ার পরিবার এটিকে হত্যাকাণ্ড অভিযোগ করলেও মেহেদীর পরিবারের দাবি, আত্মহত্যা করেছে মাফিয়া।

মহিপুর থানার ওসি (তদন্ত) অনিমেষ বলেন, ‘‘এটি হত্যা নাকি আত্মহত্যা সেটা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি।’’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এপ্রিলে তাপপ্রবাহ নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস

বাংলাদেশের ত্রাণ নিয়ে মিয়ানমার পৌঁছালো উদ্ধার ও চিকিৎসা দল

বগুড়ার শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

কেন জিডি করলেন ভোক্তা অধিকারের ঢাকা অঞ্চলের পরিচালক আব্দুল জব্বার?

নৈতিক শিক্ষা বিস্তারে মাদ্রাসা শিক্ষার বিকল্প নাই --- ভিসি ড.হাছানাত আলী

গোপালগঞ্জে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২০