ভিডিও রবিবার, ২৩ মার্চ ২০২৫

সাংবাদিকতা সুরক্ষা আইন দ্রুত জারির সুপারিশ

সাংবাদিকতা সুরক্ষা আইন দ্রুত জারির সুপারিশ, ছবি: সংগৃহীত।

সাংবাদিকতা সুরক্ষা আইন দ্রুত জারি করার সুপারিশ করেছে গণমাধ্যম সংস্কার কমিশন। আজ শনিবার (২২ মার্চ) যমুনায় প্রধান উপদেষ্টার কাছে গণমাধ্যম সংস্কার কমিশনের বিভিন্ন সুপারিশ সংবলিত প্রতিবেদন হস্তান্তর করেন কমিশনের চেয়ারম্যান কামাল আহমেদ।

প্রতিবেদনে বলা হয়েছে, গণমাধ্যম সংস্কার কমিশন বিশ্বের উত্তম চর্চার কয়েকটি দৃষ্টান্তের আলোকে সাংবাদিকতা সুরক্ষা আইনের একটি খসড়া অধ্যাদেশ আকারে এই রিপোর্ট সংযুক্ত করেছে এবং দ্রুতই এটি জারি করার ব্যবস্থা নেওয়ার প্রস্তাব করছে। এছাড়াও গত ১৫ বছরে বিভিন্ন আইনের অপপ্রয়োগের ঘটনাগুলো সম্পর্কে নিম্নোক্ত পদক্ষেপ গ্রহণ সমীচীন বলে মনে করছে।

আরও পড়ুন

ক. দণ্ডবিধি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ডিজিটাল নিরাপত্তা আইন, সাইবার নিরাপত্তা আইন এবং আদালত অবমাননা আইনসহ প্রযোজ্য বিভিন্ন আইনের অধীনে সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলো চিহ্নিত ও পর্যালোচনা করতে হবে। পর্যালোচনার পর প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট সরকারি কৌঁসুলি কর্তৃক মামলা প্রত্যাহার অথবা পুলিশ কর্তৃক চূড়ান্ত প্রতিবেদন দাখিলের জন্য যথাযথ পদক্ষেপ নিতে হবে।
খ. পর্যালোচনা সাপেক্ষে মিথ্যা মামলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনগত ও ন্যায়সংগত পদক্ষেপ নিতে হবে।
গ. ক্ষতিগ্রস্ত সাংবাদিক ও তাদের পরিবারের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে।
ঘ. ক্ষতিগ্রস্ত গণমাধ্যম প্রতিষ্ঠানকে যৌক্তিক ক্ষতিপূরণ দিতে হবে।
ঙ. সাংবাদিকদের ব্যক্তিগত যোগাযোগ ও জীবনে বেআইনি অনুপ্রবেশ, নজরদারি ও আড়িপাতার ঘটনাগুলো তদন্ত করে দোষীদের শাস্তির ব্যবস্থা করতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনাপ্রধানের সাথে বৈঠক নিয়ে হাসনাতের সঙ্গে দ্বিমত সারজিসের

চিন্ময় দাসের জামিন শুনানি ছুটির পর

পরকীয়ার জের লাইভে এসে আত্মহত্যা, দেখলেন স্ত্রী-শাশুড়ি!

৩ এপ্রিল ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

২৩ মার্চ বিশ্ব আবহাওয়া দিবস

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৩, আহত ১৫