ভিডিও রবিবার, ২৩ মার্চ ২০২৫

থানার লুট হওয়া অস্ত্র সন্ত্রাসীর কাছে বিক্রি, পুলিশসহ আটক ৬

থানার লুট হওয়া অস্ত্র সন্ত্রাসীর কাছে বিক্রি, পুলিশসহ আটক ৬

নিউজ ডেস্ক:    চট্টগ্রাম নগরীর বাকলিয়া ও কাঠগর এলাকায় পৃথক অভিযানে লোহাগাড়া থানা থেকে লুট হওয়া একটি পিস্তল সন্ত্রাসীদের কাছে বিক্রির ঘটনায় জড়িত থাকার দায়ে মো. রিয়াদ নামে এক পুলিশ কনস্টেবলসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার তাদের গ্রেপ্তার করা হয়।  


শনিবার (২২ মার্চ) পতেঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রপ্তারকৃতরা হলেন- পুলিশ কনস্টেবল মো. রিয়াদ আবদুল গণি, আবু বক্কর, ফরহাদ হোসেন, মোস্তাফিজুর রহমান ও মো. ইসহাক।

আরও পড়ুন

ওসি শফিকুল ইসলাম জানান, লোহাগাড়া থানা থেকে গত আগস্ট মাসে লুট হওয়া একটি বিদেশি পিস্তল সন্ত্রাসীদের কাছে বিক্রির সঙ্গে জড়িত এক পুলিশ কনস্টেবলসহ ছয়জনকে গত বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়। নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে লুট হওয়া অস্ত্র ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। 

তিনি আরো জানান, গ্রেপ্তার হওয়া পুলিশ কনস্টেবল রিয়াদ চাঁদপুর জেলা পুলিশে কর্মরত ছিলেন। গ্রেপ্তারের পর তাকে বরখাস্ত করা হয়েছে। আসামিদের গতকাল শুক্রবার আদালতে হাজির করা হলে কনস্টেবল রিয়াদ, আবু বক্কর ও মোস্তাফিজুর রহমান চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকের আদালতে অস্ত্র কেনাবেচায় জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেন। ঘটনায় পতেঙ্গা থানায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রআন্দোলনে হামলা; হবিগঞ্জ শহরে ছাত্রলীগ নেতাকে আটক

ভিক্ষুককে ‌যৌন নিপীড়নের অভিযোগে নিরীহ যুুবককে গণধোলাই 

গাজায় হামাসের শীর্ষ নেতা নিহত

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে

২৫ মার্চ রাতে এক মিনিট প্রতীকী ব্ল্যাকআউট

সুন্দরবনের কলমতেজীর পর তেইশেরসিলায় আগুন