কুষ্টিয়ায় মহাসড়কের ভাঙা বটতলায় গাছ ফেলে বাসে ডাকাতি

নিউজ ডেস্ক: কুষ্টিয়ার মিরপুর উপজেলার কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের ভাঙা বটতলা নামক স্থানে সড়কে গাছ ফেলে এসবি সুপার ডিলাক্স পরিবহনের একটি বাসে ডাকাতি হয়েছে।
শনিবার (২২ মার্চ) ভোররাত সাড়ে ৪টার দিকে এই ঘটনা ঘটে। ডাকাতদের হামলায় বাসচালক আমজাদ হোসেন আহত হয়েছেন। তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাসচালক আমজাদ হোসেন বলেন, ‘‘শুক্রবার রাত পৌনে ১১টার দিকে বাসটি ঢাকা থেকে ছাড়া হয়। রাত সাড়ে ৩টার দিকে কুষ্টিয়া কাউন্টারে কিছু যাত্রী নামিয়ে বাকিদের নিয়ে মেহেরপুরে যাচ্ছিলাম। ভোররাত সাড়ে ৪টার দিকে ভাঙা বটতৈল নামক স্থানে পৌঁছালে সড়কে গাছ ও একটি ট্রাক আড়াআড়ি রাখা দেখে বাসের গতি কমিয়ে ফেলি। আমাদের পাশাপাশি কয়েকটা ট্রাক ও নসিমনও আটকা পড়ে। হঠাৎ একদল মুখোশধারী ব্যক্তি বাসের জানালার গ্লাস ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এ সময় বাঁধা দিলে তারা ধারালো অস্ত্র দিয়ে আমাকে কোপ দেয়। পরে অস্ত্রের মুখে যাত্রী ও বাসের স্টাফদের মারধর করে তাদের কাছ থেকে টাকা, মোবাইল ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। বাসের পাশাপাশি আটকে পড়া ট্রাক ও নসিমনেও ডাকাতি করেছে তারা।’’
আরও পড়ুনএ বিষয়ে মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম বলেন, ‘‘বিষয়টি জেনেছি। তবে বাসটিতে তেমন যাত্রী ছিল না। এ ঘটনায় তদন্ত চলছে।’’
কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি নিয়ে পুলিশের একটি দল কাজ করছে।’’
মন্তব্য করুন