ভিডিও রবিবার, ২৩ মার্চ ২০২৫

৩৪ বছর ধরে বিনামূল্যে মেসওয়াক বিতরণ করেন মাহাতাব

৩৪ বছর ধরে বিনামূল্যে মেসওয়াক বিতরণ করেন মাহাতাব

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি : কালবর্ণ চেহারা। মুখে খোঁচা খোঁচা দাঁড়ি। গায়ে তিন পকেট বিশিষ্ট হাফশার্ট। পরনে কালো রঙের ঢিলেঢালা প্যান্ট। পায়ে ছেঁড়া-ফাটা স্যান্ডেল। ঘাড়ে গামছা ও মাথায় সাদা টুপি। হাতে ঝোলানো ব্যাগ। দোকান দোকান ঘুরছেন। হাত বাড়িয়ে সালাম দিচ্ছেন। প্রথমে দেখে মনে হবে সাহায্য প্রার্থী। কিন্তু না! সাহায্যের জন্য হাত বাড়াচ্ছেন না। গত শুক্রবার বিকেলে নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর বাজারে এমনই এক ব্যক্তির দেখা মেলে।

জানা যায়, নাম তার মাহাতাব আলী (৬৪)। তিনি বাগাতিপাড়া উপজেলার পাকা ইউনিয়নের চকমাহাপুর গ্রামের মৃত আহাদ আলীর ছেলে। মাহাতাব আলী পেশায়  ছিলেন ওয়াচম্যান (প্রহরী)। দৈনিক মজুরিতে কাজ করতেন নর্থ বেঙ্গল সুগার মিলের কৃষ্ণা খামারে। তবে বয়সের ভারে তাও এখন আর করতে পারেন না। তাই নিজের সংসার চালাতে হিমশিম খেতে হয় প্রতিনিয়ত। তবে সব সমস্যা ফেলে রমজান মাস এলেই দীর্ঘ ৩৪ বছর যাবৎ রোজদারদের খেদমতে বিনামূল্যে বিলি করছেন মেসওয়াক (দাঁতন)।

এ কাজে তার স্ত্রী ও সন্তানেরা তাকে সহযোগিতা করেন। মূলত তিনি নিমগাছের ডাল দিয়ে মেসওয়াক বানান। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় রোজাদারদের মাঝে মেসওয়াক বিতরণ করছেন বলেও জানান তিনি। তিনি যেন সুস্থ থেকে দীর্ঘদিন যাবৎ এভাবেই সকলের মাঝে মেসওয়াক বিতরণ করতে পারেন সেজন্য দেশবাসীর কাছে দোয়াও চেয়েছেন তিনি। ব্যক্তি জীবনে তিনি স্ত্রীসহ তিন সন্তানের জনক।

আরও পড়ুন

ওই ইউনিয়নের তকিনগর এলাকার বাসিন্দা শিক্ষক রিয়াজুল ইসলাম বলেন, দীর্ঘদিন থেকে দেখছি পুরো রমজান মাস মাহাতাব রোজাদারদের বিনামূল্যে মেসওয়াক দিয়ে খেদমত করেন। এই বয়সে বিনা টাকায় সেবাদান নি:সন্দেহে প্রশংসার দাবিদার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রের নাম পরিবর্তন করার প্রয়োজন আছে বলেও মনে করে না বিএনপি

কক্সবাজারে মৃত ব্যক্তির নামে আন্দোলনের মিছিলে হামলার মামলা 

চাপ অনুভব করছেন রোনালদো

দুইজনের একজন মিথ্যে বলছেন : হান্নান মাসউদ

ছাত্রআন্দোলনে হামলা; হবিগঞ্জ শহরে ছাত্রলীগ নেতাকে আটক

ভিক্ষুককে ‌যৌন নিপীড়নের অভিযোগে নিরীহ যুুবককে গণধোলাই