ভিডিও রবিবার, ২৩ মার্চ ২০২৫

‘কন্যা’য় উচ্ছ্বাসে মেতে উঠেছেন সজল, কণা, ইমরান, ফারিয়া

‘কন্যা’য় উচ্ছ্বাসে মেতে উঠেছেন সজল, কণা, ইমরান, ফারিয়া ।ছবি ঃ অভি মঈনুদ্দীন

অভি মঈনুদ্দীন ঃ আগামী ঈদে মুক্তি প্রতীক্ষিত যতোগুলো সিনেমার গান প্রকাশিত হয়েছে তারমধ্যে ‘জ¦ীন থ্রি’ সিনেমার প্রথম প্রকাশিত গান ‘কন্যা’ রয়েছে সবচেয়ে বেশি আলোচনায়। বলা যায় বাংলাদেশের মিডিয়া অঙ্গন থেকে শুরু করে সকল শ্রোতা দর্শকের কাছে আলোচনার কেন্দ্র বিন্দুতে রয়েছে ‘কন্যা’ গানটি।

গেলো ১৭ মার্চ সন্ধ্যা সাতটায় গানটি প্রকাশের কিছুক্ষণের মধ্যেই যেন সঙ্গীতপ্রেমী শ্রোতা দর্শকের মন জয় করে নেয় ‘কন্যা’ গান। আর দিন যতো যাচ্ছে এই গানের জনপ্রিয়তা যেন বেড়েই চলেছে। এই গান যে শুধু এবারের ঈদ উৎসবের গান, এমনটি নয়। এই গান যেন আগামী বৈশাখের বার্তাও বয়ে নিয়ে এসেছে। যে কারণে এই গান হয়েগেছে বাংলাদেশী মানুষের কাছে উৎসবের গান। অর্থাৎ উৎসব এলেই এই গান বাজবেই, এটা নিশ্চিত।

সামাজিক যোগাযোগ মাধ্যম’সহ আরো বিভিন্ন প্লাটফরমে ‘কন্যা’ গানের জোয়ার বইছে। এই গান ফেসবুকে উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী, সুরকার রুনা লায়লা, বাংলাদেশের নন্দিত নায়িকা শাবনূর’সহ আরো অনেকেই শেয়ার করেছেন একান্তই তাদের নিজেদের ভালোলাগা থেকে। যা ইতিপূর্বে কোনো গানের ক্ষেত্রে খুব কমই হয়েছে। যে কারণে এই গানের সঙ্গে সম্পৃক্ত সবাই ভীষণ উচ্ছ্বসিত। গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর সঙ্গীত করেছেন ইমরান মাহমুদুল। গানটি গেয়েছেন কণা ও ইমরান। তারা দুজনই জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী। এই গানে পারফর্ম করেছেন ‘জী¦ন থ্রি’ সিনেমার নায়ক সজল ও নায়িকা নুসরাত ফারিয়া। ‘কন্যা’ গানের জোয়ারে উচ্ছ্বাসে মেতে উঠেছেন কণা, ইমরান, সজল, নুসরাত ফারিয়া।

কণা বলেন,‘ আলহামদুলিল্লাহ, গেলো বছর আমার দুষ্টু কোকিল গানটি শ্রোতা দর্শকের ভীষণ ভালোলাগায় পরিণত হয়েছিলো। দেশের আনাচে কানাচে এই গান বেজেছিলো। আমাদের শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাডাম তিনি গানটির প্রশংসা করেছিলেন, কন্যা গানের ক্ষেত্রেও তার কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছি। এটাই অনেক বড় অর্জন বলে আমি মনেকরি।’

সজল বলেন,‘ শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাডাম গানটি শেয়ার করার পর আমার আম্মা ভীষণ খুশী হয়ে বলেই ফেললেন যে এতোদিনে আমি সিনেমাতে খুব ভালো একটা কিছু করতে পেরেছি। মনে হলো যেন এটাই অনেক বড় প্রাপ্তি। দর্শকের প্রতি ভীষণ কৃতজ্ঞতা।’

আরও পড়ুন

নুসরাত ফারিয়া বলেন,‘ একটা আবেগময় সময়ের মধ্যদিয়ে যাচ্ছি আমরা। আমিতো মনেকরি আমার চলচ্চিত্র জীবনের শ্রেষ্ঠ সময়টা পার করছি আমি। যে কারণে ভীষণ ভালোলাগছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় কন্যা’র জোয়ার বইছে। বিশেষ ধন্যবাদ জাজের কর্ণধার আব্দুল আজিজ ভাইকে।’

ইমরান বলেন, ‘ এই গান নিয়ে প্ল্যানটা সজল ভাইয়ের। গল্পটা শুনে একটা সময় কন্যা নামটা হুট করেই আমার মাথায় আসে। যে কারণে পরে সজল ভাইয়ের সঙ্গে শেয়ার করি এবং গীতিকারের সঙ্গে আলোচনা করেই এই গানের সুর সঙ্গীত করি, আমি আর কণা আপা গাই। আর এখনতো এই গান শ্রোতা দর্শকের এই সময়ের প্রিয় গান হয়ে উঠেছে। আমাদের সবার অনেক কষ্টের ফলেই কন্যা’র জোয়ার বইছে সবখানে।’

‘জ¦ীন থ্রি’ পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রের নাম পরিবর্তন করার প্রয়োজন আছে বলেও মনে করে না বিএনপি

কক্সবাজারে মৃত ব্যক্তির নামে আন্দোলনের মিছিলে হামলার মামলা 

চাপ অনুভব করছেন রোনালদো

দুইজনের একজন মিথ্যে বলছেন : হান্নান মাসউদ

ছাত্রআন্দোলনে হামলা; হবিগঞ্জ শহরে ছাত্রলীগ নেতাকে আটক

ভিক্ষুককে ‌যৌন নিপীড়নের অভিযোগে নিরীহ যুুবককে গণধোলাই