ভিডিও মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫

বগুড়ায় গ্রাম্য কবিরাজকে কুপিয়ে হত্যা 

বগুড়ায় গ্রাম্য কবিরাজকে কুপিয়ে হত্যা, ছবি: প্রতিকী ।

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে আকবর আলী (৬০) নামের এক গ্রাম্য কবিরাজকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়নের ধড়মোকাম কবরস্থানের পশ্চিম পাশে চারমাথা এলাকায় ঘটনাটি ঘটে। নিহত আকবর আলী ধড়মোকাম গ্রামের মৃত আকিজ আলীর ছেলে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

নিহতের পুত্রবুধূ বলেন, তার শ্বশুর আকবর আলী একজন কবিরাজ ও সাধু সন্ন্যাসীবেশে চলাফেরা করতেন। রাত ৯টার দিকে আব্দুল লতিফ নামের একজন মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। তারা দুজনে একসঙ্গে এলাকায় একটি চায়ের দোকানে চা পান করেন। এরপর রাত সাড়ে ১১টার দিকে প্রতিবেশীরা আকবর আলীকে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখে পরিবারকে খবর দিলে তারা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

নিহতের ছেলে শাহ জামাল ও প্রতিবেশীরা বলেন, ঘটনাস্থলে গিয়ে আকবর আলীকে রক্তাক্ত অবস্থায় দেখতে পাই, মাথায় বেশ কয়েকটি কোপের চিহ্ন রয়েছে এবং ঘটনাস্থলে একটি মোবাইল ফোন ও চাদর পাওয়া যায়। মোবাইলে কল দিয়ে নিশ্চিত হই মোবাইল ও চাদর ওয়ার্ড শ্রমিক লীগের সহ-সভাপতি ও ধড়মোকাম দক্ষিণ পাড়ার ওসমান আলীর ছেলে আব্দুল লতিফের। ঘটনার পর থেকেই আব্দুল লতিফ ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছেন। 

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, ঘটনার শোনার পরই পুলিশ পাঠানো হয় ঘটনাস্থল থেকে ধারালো অস্ত্র (রাম দা), মোবাইল ও চাদর উদ্ধার করা হয়েছে। তথ্য উদঘাটনের চেষ্টা চলছে।  

আরও পড়ুন

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিমকে 'ভাই' সম্বোধন করে আবেগঘন স্ট্যাটাস সাকিবের

হাতিয়ায় হান্নান মাসুদের উপর হামলা, ঢাকায় এনসিপির বিক্ষোভ মিছিল

সিরাজগঞ্জের কাজিপুরে বসতবাড়িতে আগুন ভস্মীভূত দশটি বাড়ি

নির্বাচনের কথা শুনলে কিছু মানুষের গা-জ্বালা পোড়া করে - রুবেল

ঈদ উপলক্ষে টানা ৯ দিন বন্ধ থাকবে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম

গাইবান্ধার ফুলছড়িতে চাল লুটপাটের ঘটনায় ৪ জনের নামে মামলা