ভিডিও মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫

ভিক্ষুককে ‌যৌন নিপীড়নের অভিযোগে নিরীহ যুুবককে গণধোলাই 

ভিক্ষুককে ‌যৌন নিপীড়নের অভিযোগে নিরীহ যুুবককে গণধোলাই 

নিউজ ডেস্ক: টাঙ্গাইলের বাসাইলে এক ভিক্ষুককে (২০) ‘যৌন নিপীড়নের’ অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে আশিক খান (২৪) নামে এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। 

তবে পুলিশ বলছে ওই ঘটনায় গণধোলাইয়ের শিকার যুবক জড়িত নয়। অভিযুক্ত হলেন মামুন। তাকে রবিবার (২৩ মার্চ) পরিবারের কাছে তুলে দেওয়া হবে। 


শনিবার (২২ মার্চ) রাত ১১টার দিকে উপজেলার কাঞ্চনপুর পূর্ব কাজিরাপাড়া এলাকা থেকে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

উদ্ধার হওয়া আশিক খান উপজেলার ঢংপাড়া মাঝিবাড়ি এলাকার কাশেম খানের ছেলে। যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত যুবকের নাম মামুন (২৪)। তিনি উপজেলার কাঞ্চনপুরের দক্ষিণ বাইদপাড়া এলাকার শফিকের ছেলে। ঘটনার পর থেকে তিনি পালাতক।

আরও পড়ুন


স্থানীয়রা জানান, শনিবার দুপুরে এক নারী ভিক্ষা করার জন্য উপজেলার কাঞ্চনপুরের পূর্ব কাজিরাপাড়া এলাকায় যান। ওই নারী ঝিনাই নদীর পাড়ে গেলে তাকে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যৌন নিপীড়নের চেষ্টা করে দুই যুবক। স্থানীয়রা এগিয়ে গেলে অভিযুক্তরা পালিয়ে যায়। সন্ধ্যায় ওই ঘটনায় জড়িত সন্দেহে আশিককে এলাকাবাসী ধরে খুঁটির সঙ্গে বেঁধে গণধোলাই দেয়। খবর পেয়ে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম-আহ্বায়ক সামির মিয়া ও যুগ্ম-সদস্য সচিব মাহবুবুর রহমান বাসাইল থানা পুলিশকে বিষয়টি জানান। পরে পুলিশ গিয়ে ওই যুবককে সেখান থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।


বাসাইল থানার ওসি জালাল উদ্দিন বলেন, “ওই যুবককে থানায় আনা হয়েছে। ভুক্তভোগীকেও থানায় আনা হয়। পরে দুইজনকে সামনা সামনি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। মেয়েটি জানান, মারধরের শিকার ছেলেটি অভিযুক্ত নন। অন্য একজন এ ঘটনায় জড়িত।”


তিনি আরো বলেন, “ভুক্তভোগীকে তার বাবার হেফাজতে দেওয়া হয়েছে। রাতেই যৌন নিপীড়নের মামলা করা হয়েছে। মারধরের শিকার যুবককে তার পরিবারের জিম্মায় রবিবার তুলে দেওয়া হবে।”  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিমকে 'ভাই' সম্বোধন করে আবেগঘন স্ট্যাটাস সাকিবের

হাতিয়ায় হান্নান মাসুদের উপর হামলা, ঢাকায় এনসিপির বিক্ষোভ মিছিল

সিরাজগঞ্জের কাজিপুরে বসতবাড়িতে আগুন ভস্মীভূত দশটি বাড়ি

নির্বাচনের কথা শুনলে কিছু মানুষের গা-জ্বালা পোড়া করে - রুবেল

ঈদ উপলক্ষে টানা ৯ দিন বন্ধ থাকবে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম

গাইবান্ধার ফুলছড়িতে চাল লুটপাটের ঘটনায় ৪ জনের নামে মামলা