চাপ অনুভব করছেন রোনালদো

স্পোর্টস ডেস্ক : নেশন্স লিগে রোববার রাতে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মাঠে নামবে পর্তুগাল। প্রথম লেগে ডেনমার্কের কাছে ১-০ গোলে পরাজিত হওয়ায় এই ম্যাচকে কেন্দ্র করে চাপের কথা অস্বীকার করেননি অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। তবে তিনি আত্মবিশ্বাসী ঘরের মাঠে এই ম্যাচে তার দল ঘুরে দাঁড়াবে।
ম্যাচের আগে শনিবার সিআরসেভেন গণমাধ্যমকে বলেছেন, ‘এখন কিন্তু চারপাশ থেকে চাপটা টের পাওয়া যাচ্ছে। আমি এটা গোপন করছি না। কারণ আমাদের জিততে হবে। আর ফুটবলের এটাই সৌন্দর্য।’ ঘরের মাঠে ম্যাচ হওয়ায় স্বাগতিক দর্শকদের একটা ভূমিকা দেখছেন রোনালদো। তাই দর্শকদের পাশে চাচ্ছেন তিনি, ‘এই ম্যাচে দর্শকদের বলবো আমাদের পাশে থাকতে। যাতে তারা আমাদের আরও শক্তির যোগান দিতে পারে। আমারও আমাদের সেরাটা দিতে মুখিয়ে।’
আরও পড়ুনএই সময় কোচ রবের্তো মার্তিনেজকে নিয়ে চলমান সমালোচনার জবাব দেন তিনি, ‘আমার মনে হয় কোচকে কাঠগড়ায় দাঁড় করানো ঠিক নয়। কারণ আমরা সবাই একই নৌকায় অবস্থান করছি। খারাপ খেলেছি বলেই হেরেছি। এখন আমাদের হাতে দ্বিতীয় লেগ আছে। সবাইকে শান্ত থাকার অনুরোধ করছি। ইতিবাচকভাবে দেখলে সব কিছু ভালো মতোই হবে।’
মন্তব্য করুন