ভিডিও শুক্রবার, ২৮ মার্চ ২০২৫

ঝিনাইদহে পূর্ব শত্রুতার জেরে যুবকে গুলি করেছে চোরাকারবারি 

ঝিনাইদহে পূর্ব শত্রুতার জেরে যুবকে গুলি করেছে চোরাকারবারি 

নিউজ ডেস্ক:  চোরাকারবারীদের সঙ্গে পূর্ব শত্রুতার জেরে ঝিনাইদহের মহেশপুরের বাঘাডাঙ্গা গ্রামে এক যুবকের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলার সময় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হন মতিয়ার রহমান মতিন নামে ওই যুবক।

মঙ্গলবার (২৫ মার্চ) ভোর ৫টার দিকে  এ ঘটনা ঘটে।

পুলিশ ও ভিকটিমের পরিবার সূত্রে জানা গেছে, সেহরি খাওয়া শেষে বাড়ির পাশের একটি দোকানে যাচ্ছিলেন মতিয়ার রহমান মতিন। এসময় আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। এসময় স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে আহত মতিনকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

একাধিক সূত্র জানিয়েছে, সীমান্তে চোরাচালান সিন্ডিকেটের চিহ্নিত সদস্যরা এই হামলা চালিয়েছে। এর আগেও বাঘাডাঙ্গা গ্রামে চোরাচালানের ভাগাবাটোয়ারা নিয়ে দ্বন্দ্বের জেরে দুইজনকে গুলি করে হত্যার ঘটনা ঘটে।

আরও পড়ুন

অতিরিক্ত পুলিশ সুপার (কোটচাঁদপুর সার্কেল) মো. মুন্না বিশ্বাস বলেন, পুলিশ ফোর্সসহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদেরকে গ্রেফতার করতে অভিযান শুরু হয়েছে।

তিনি আরও বলেন, পুলিশ ও একাধিক গোয়েন্দা সংস্থা ঘটনার তদন্ত শুরু করেছে। এ ঘটনার সঙ্গে চোরাকারবারিদের কোনো ধরনের যোগসাজশ আছে কি না তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হত্যার হুমকি নিয়ে অবশেষে মুখ খুললেন সালমান খান

গাইবান্ধার গোবিন্দগঞ্জের বরেন্দ্র অঞ্চলে সম্প্রসারিত হচ্ছে ভুট্টা চাষ

বগুড়ার শেরপুরে আত্মসাৎকৃত ৩৯৮ বস্তা আটাসহ ট্রাক উদ্ধার

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মুদিদোকানিকে আটক

বরিশালে রাত তিনটায় নোঙর করা লঞ্চে আগুন

ফতুল্লায় ঘরের প্রদীপ থেকে আগুন; প্রতিবন্ধী যুবকের মৃত্যু