ভিডিও শুক্রবার, ২৮ মার্চ ২০২৫

বগুড়ায় ঈদের আগাম টিকিট বিক্রি শুরু : প্রথম দিন দীর্ঘ লাইন

বগুড়ায় ঈদের আগাম টিকিট বিক্রি শুরু : প্রথম দিন দীর্ঘ লাইন। ছবি : শফিকুল ইসলাম শফিক

স্টাফ রিপোর্টার : ঈদ পরবর্তী ঢাকাগামী যাত্রীদের আগাম টিকেট বিক্রি শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৫ মার্চ) থেকে বগুড়ার সকল কাউন্টার টিকেট বিক্রি শুরু করে। টিকেট বিক্রির প্রথম দিন সকাল থেকেই কাউন্টারের সামনে দীর্ঘ লাইন ছিলো। বগুড়া শহরের নাটাই পাড়া এলাকার আব্দুল হামিদ জানান, তার ছেলে ঢাকা থেকে আসছেন।

ফেরার জন্য আগাম টিকেট নিতে বলেছেন, ছেলের জন্য টিকেট নিতে এসেছেন। একই ভাবে শহরের সুত্রাপুর থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক সামসুল আলম তার মেয়ের পরিবারের জন্য টিেিকট নিতে এসেছেন। তার চারটা টিকেট প্রয়োজন। তার সামনে ৮ থেকে ১০ জন থাকায় তিনি আশাবাদী টিকেট নিয়ে বাড়ি যেতে পারবেন।

এদিকে কাউন্টার গুলো ঘুরে দেখা গেছে অন্যদিন টিকেট ৫৫০ টাকা হলেও এখন ৬শ টাকা করে নেওয়া হচ্ছে। ৫০ টাকা বেশি নেওয়া সম্পর্কে কাউন্টার থেকে বলা হচ্ছে ঈদের জন্য ৫০ টাকা বেশি নেওয়া হচ্ছে। ঢাকা থেকে ফেরার সময় ফাঁকা গাড়ি আসে, সেখানে তাদের লোকসান হয়।

আরও পড়ুন

হানিফ কাউন্টারের সাজ্জাদ হোসেন পিন্টু জানান, অন্য সময় ৫৫০ টাকা ভাড়া নিলেও এখন ৬শ টাকা করে নেওয়া হচ্ছে। এটা তেম বেশি কিছু নয়। তিনি বলেন, এবার ফিরতি যাত্রায় মানুষকে সমস্যায় পরতে হবে না। অনেক গাড়ি আছে। যাত্রীরা নির্বিঘ্নে ঢাকা ফিরতে পারবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের কামারখন্দে গড়ে উঠেছে এক অভিন্ন পাঠশালা

সিরাজগঞ্জে ঈদ মার্কেটে নারী ক্রেতাদের উপচে পড়া ভিড়

ঈদের সাজে আলোকিত বগুড়া শহর | Bogura City | Eid Ul Fitr | Eid Festive | Daily Karatoa

নব্বইয়ের গণঅভ্যুত্থান দেখেছি সংস্কারের কথা বলেও সরকার কথা রাখেনি - নাহিদ

দিনাজপুরের বীরগঞ্জে বারুণী গঙ্গা স্নানে নারী-পুরুষের ঢল

বগুড়া দুপচাঁচিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবদল নেতা নিহত