ভিডিও শনিবার, ২৯ মার্চ ২০২৫

জাবালিয়া থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদ

জাবালিয়া থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদ, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : এবার ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তরাঞ্চলের জাবালিয়া এলাকা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদ করছে ইসরায়েলি বাহিনী। এলাকাটি দ্রুত খালি না করলে হামলা করা হবে বলেও ‘চূড়ান্ত হুঁশিয়ারি’ দিয়েছে দখলদার বাহিনী। 

মঙ্গলবার এক প্রতিবেদনে আনাদোলু জানায়, ইসরায়েলের সামরিক মুখপাত্র আভিখাই আদরায়ে সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, জাবালিয়া এলাকায় বসবাসকারী গাজার সব নাগরিকের জন্য এটি হামলার আগের চূড়ান্ত সতর্কবার্তা। তিনি ফিলিস্তিনিদের দক্ষিণের ‘পরিচিত আশ্রয়কেন্দ্রগুলোতে’ চলে যাওয়ার নির্দেশ দিয়েছেন। আভিখাই আদরায়ে এর আগেও উত্তর গাজার বেইত লাহিয়া ও বেইত হানুনের বাসিন্দাদের জন্য একই ধরনের ঘোষণা দিয়েছিলেন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও গাজা উপত্যকাকে খালি করে ফিলিস্তিনিদের মিসর, জর্ডান ও অন্যান্য দেশে পাঠিয়ে দেওয়ার একটা পরিকল্পনা তুলে ধরেন, যা মুসলিম, আরব বিশ্বসহ বিশ্বনেতাদের তোপের মুখে পড়ে। এরই মধ্যে ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। সোমবার এক এক্স পোস্টে তিনি এই আহ্বান জানান। 

রয়টার্স জানায়, গাজার যুদ্ধবিরতি পুনরুদ্ধারে একটি নতুন প্রস্তাব উত্থাপন করেছে মিসর। মিসরের নতুন পরিকল্পনায় বলা হয়েছে, হামাস প্রতি সপ্তাহে পাঁচজন ইসরায়েলি বন্দিকে মুক্তি দেবে এবং প্রথম সপ্তাহের পর ইসরায়েল যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ কার্যকর করবে– দুটি নিরাপত্তা সূত্র এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে চুরির অপবাদে এতিমখানার শিশুকে নির্যাতন, আটক ১

বাস-চাপায় ব্যাটারিচালিত অটোরিকশা-রোহী মা-ছেলে নিহত

বরগুনায় মোটরসাইকেল-বাস মুখোমুখি সঘের্ষে ৩ ভাই নিহত

জানালা কেটে ঘরে প্রবেশ করে চেতনানাশক স্প্রে করে অচেতন করে লুট

বগুড়ার শেরপুরে চোরাই অটোরিকশা উদ্ধার, গ্রেফতার ১

 তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে নিহত ১