ভিডিও শনিবার, ২৯ মার্চ ২০২৫

গজারিয়ায় পাঁচ বছরের শিশু ধর্ষণ চেষ্টা, বৃদ্ধ গ্রেপ্তার

গজারিয়ায় পাঁচ বছরের শিশু ধর্ষণ চেষ্টা, বৃদ্ধ গ্রেপ্তার

নিউজ ডেস্ক:  মুন্সীগঞ্জের গজারিয়ায় রসুলপুর গ্রামে পাঁচ বছর বয়সী এক শিশুকে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে দোকানের ভেতরে নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে শাহ আলম খান (৬৫) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শাহ আলম খান উপজেলার ইমামপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের মৃত সোলাইমান খানের ছেলে বলে জানা গেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেছেন।

বুধবার (২৬ মার্চ) সকাল ১১টার দিকে আসামিকে গজারিয়া থানা থেকে মুন্সীগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। 

এর আগে শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মঙ্গলবার রাত ৯টার দিকে রসুলপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আরও পড়ুন

ঘটনার প্রত্যক্ষদর্শী শিশুটির ফুফু জানান, মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে রসুলপুর গ্রামে তাদের বাড়ির পাশের শাহ আলম খানের মুদি দোকানে যায় শিশুটি। দোকান মালিক শাহ আলম শিশুটিকে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে দোকানের ভেতরে নিয়ে যায়। এসময় সে শিশুটির শরীরের বিভিন্ন জায়গায় স্পর্শ করে এবং শারীরিকভাবে নির্যাতনের চেষ্টা করে। 

হঠাৎ করে তিনি সেখানে উপস্থিত হলে হাতেনাতে বিষয়টি ধরে ফেলেন। তাৎক্ষণিকভাবে তিনি এ ঘটনার প্রতিবাদ করলে উল্টো শাহ আলম খান ও তার ছেলেরা তার উপর চড়াও হয়। অভিযুক্ত শাহ আলম খানের পরিবার এলাকায় প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে অভিযোগ করে উল্টো তারা নিরাপত্তাহীনতায় রয়েছেন।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার আলম আজাদ জানান, এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেছেন। বুধবার সকাল ১১টার দিকে আসামিকে গজারিয়া থানা থেকে মুন্সীগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে এবং মামলার তদন্ত চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার বগুড়ায় ঈদের জামাত কোথায় কখন

চীন সফর শেষ করে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

রবিবার সৌদি আরবে ঈদ   

বাদ্যযন্ত্রের উচ্চ শব্দ কমানোর অনুরোধ করায় ঘরবাড়ি ভাঙচুর-লুট

চাঁদ দেখা গেছে, সৌদি আরবে ঈদ রোববার

রংপুরে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়