ভিডিও রবিবার, ৩০ মার্চ ২০২৫

আমাকে বলা হয়েছিল তামিম আর নেই : আকরাম খান

আমাকে বলা হয়েছিল তামিম আর নেই : আকরাম খান, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : হৃদরোগে আক্রান্ত হয়ে তামিমের অবস্থা যে ভয়াবহ সংকটাপন্ন হয়ে পড়েছিল, তা সবারই জানা। তবে তামিমের চাচা আকরাম খান জানিয়েছেন, শুধু সংকটাপন্নই নয়, তার কাছে বলা হয়েছিল ‘তামিম ইজ নো মোর’।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচের পর আকরাম খান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সেখানেই জানান, দু-তিনদিন পর বাসায় নেওয়া হতে পারে তামিমকে, প্রয়োজনে নেওয়া হবে বিদেশেও। সেই সময়ের পরিস্থিতির বর্ণনায় আকরাম বলেন, ‘যখন আমি খবরটা পেয়েছি, দ্য নিউজ ওয়াজ ভেরি ব্যাড। আমাকে বলা হলো তামিম আর নেই। এটা কল্পনা করতে পারিনি। কোনোদিন ভাবিওনি এ ধরনের খবর শুনব। এত অল্প বয়সী ছেলে। এরপর ঘণ্টা দেড়েক বাড়িতেই ছিলাম। খুব আপসেট ছিলাম। ঘণ্টা দেড়েক পর ডাক্তাররা কল করলেন কনফারেন্সের। বললেন রিং লাগানোর জন্য নিয়ে যাচ্ছে। তখন একটু স্বাভাবিক হয়েছি। যেহেতু রিং লাগাতে যাচ্ছে, তার মানে বেঁচে থাকার সম্ভাবনা আছে।’ 

আরও পড়ুন

এখন তামিমের কী অবস্থা? আকরাম খান বলেন, ‘এভারকেয়ারে সে অবজারভেশনে আছে। ডাক্তারের সঙ্গেও আলাপ হয়েছে। ও যদি আরও দু-তিনদিন এই কন্ডিশনে থাকে, তাহলে ওকে আমরা বাসায় নিয়ে আসতে পারব।’ তামিমকে চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হবে কি না, জানতে চাইলে আকরাম বলেন, ‘যেটা হওয়ার সেটা তো হয়ে গেছে-রিং লাগানো হয়ে গেছে। কিন্তু পরিবারের সিদ্ধান্তের পর অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব, ওকে দেশের বাইরে নিয়ে ভালোভাবে পরীক্ষা করে দুশ্চিন্তামুক্ত হবো। টেনশনটা রাখতে চাচ্ছি না।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রূপগঞ্জে চাঁদার টাকা না পেয়ে রিয়াজ বাহিনীর গুলি; পথচারী নিহত

ময়মনসিংহে কোথায় কখন ঈদুল ফিতরের নামাজ

চট্টগ্রামে কখন কোথায় ঈদের জামাত

খুলনায় ঈদের জামাত কখন

হবিগঞ্জে কোথায় কখন ঈদের জামাত

ময়মনসিংহে গফরগাঁও ঈদগাহে ইউএনও এর ১৪৪ ধারা জারি