তামিমের খোঁজ-খবর নিলো তারেক রহমানের প্রতিনিধি দল

স্পোর্টস ডেস্ক : তামিম ইকবালের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি প্রতিনিধি দল। গত মঙ্গলবার (২৫ মার্চ) রাতে প্রতিনিধি দলটি রাজধানীর এভারকেয়ার হাসপাতলে যান। তারা সেখানে চিকিৎসাধীন তামিমকে ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।
ওই সময় তামিম ইকবালের মা ছাড়াও ক্রিকেটার আকরাম হোসেন উপস্থিত ছিলেন। অন্যদিকে তারেক রহমানের প্রতিনিধি দলে মেহেদুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমিনুল হক, ডাক্তার আমান উল্লাহ আমান ও তারেক রহমানের মামাতো ভাই আভীক ইস্কান্দার উপস্থিত ছিলেন। এর আগে বিএনপির পক্ষ থেকে তামিম ইকবালের সুস্থতা কামনা করে রাজধানীর নয়াপল্টনে দোয়ার আয়োজন করা হয়।
বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ চলাকালে গত সোমবার (২৪ মার্চ) হৃদরোগে আক্রান্ত হন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এরপর দ্রুতই তাকে নিকটস্থ কেপিজে হাসপাতালে নেয়া হয়। পরবর্তীতে এনজিওগ্রাম করার পর তার মূল আর্টারিতে শতভাগ ব্লক পাওয়া গেলে জরুরি ভিত্তিতে তার হার্টে রিং পরানো হয়। একপর্যায়ে মঙ্গলবার (২৫ মার্চ) ইফতারের পর অ্যাম্বুলেন্সে করে কেপিজে হাসপাতাল থেকে তামিমকে এয়ারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।
মন্তব্য করুন