নওগাঁর রাণীনগরে দুই মাদক কারবারি গ্রেফতার

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক মামলার পলাতক দুই সহদরকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার রাতে উপজেলার দূর্গাপুর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুজনকে গত মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ হাফিজ মো: রায়হান জানান, গত মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আদালতের গ্রেফতারি পরোয়ানা মূলে মাদক মামলার পলাতক দুই সহদর আসামি মানিক হোসেন (৪৪) ও সুমন হোসেন (৩৮) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মানিক ও সুমন উপজেলার দূর্গাপুর গ্রামের সাহাদাত আলীর ছেলে। তাদেরকে গত মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুনমন্তব্য করুন