ভিডিও সোমবার, ৩১ মার্চ ২০২৫

ঠাকুরগাঁওয়ে ৬৯ বস্তা সরকারি চালসহ একজন গ্রেফতার 

ঠাকুরগাঁওয়ে ৬৯ বস্তা সরকারি চালসহ একজন গ্রেফতার। প্রতীকী ছবি

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : সদর উপজেলার বেগুনবাড়ী ইউনিয়নের রাজাপুকুরে অসহায়দের জন্য বরাদ্দকৃত ৬৯ বস্তা সরকারি চালসহ মো: আমিনুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে ওই এলাকায় একটি মাহিন্দ্রযোগে চালের বস্তাগুলো নেওয়ার সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেয়।

জানা যায়, এর আগে অত্র এলাকায় হতদরিদ্রদের জন্য চালের ডিলারশিপ ছিল আওয়ামী লীগের স্থানীয় এক ব্যক্তির নামে। ৫ আগস্টের পরে তার কাছ থেকে ইউনিয়নের পশ্চিম বেগুনবাড়ী সরকারপাড়া গ্রামের মৃত পতিবুদ্দিনের ছেলে মো: আমিনুল ইসলামসহ স্থানীয় কয়েকজন মিলে চাল বিতরণ কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।

এ অবস্থায় কিছু সুবিধাভোগীর কার্ডের সমস্যার কথা উল্লেখ করে প্রায় ৬৯ বস্তা চাল একটি মাহিন্দ্র ট্রাক্টরে উঠিয়ে নিয়ে যাওয়ার সময় রাজাপুকুর বাজারে আটকিয়ে দেয় স্থানীয়রা। ঘটনাটি স্থানীয়রা পুলিশে জানালে ঘটনাস্থল থেকে আমিনুল ইসলামকে থানা হেফাজতে নিয়ে আসা হয়। আমিনুল ইসলাম বেগুনবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বলে জানা যায়। এ ঘটনায় জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আমিনুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানান জেলা নেতৃবৃন্দ।

আরও পড়ুন

এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ মো: শহিদুর রহমান বলেন, এ ঘটনায় আমিনুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২ , বাসে আগুন

নিজ এলাকায় ঈদের নামাজ আদায় করেছেন হাসনাত আবদুল্লাহ

ঈদের দিনের জিয়ার মাজারে বিএনপির শ্রদ্ধা ও দোয়া

১৫ বছর পর আমরা মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করছি : মির্জা ফখরুল

পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট'স অ্যাসোসিয়েশন অব জামালপুরের ইফতার মাহফিল অনুষ্ঠিত 

যশোর সীমান্তে যুবকের মরদেহ উদ্ধার