ভিডিও বুধবার, ০২ এপ্রিল ২০২৫

শেরপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী গ্রেপ্তার

শেরপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী গ্রেপ্তার

শেরপুরের শ্রীবরদীর মুন্সিপাড়া থেকে সেলিনা আক্তার (২২) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গৃহবধূর পরিবারের অভিযোগ, সেলিনাকে হত্যার পর ঝুলিয়ে রাখা হয়েছে। এ ঘটনায় গৃহবধূর স্বামী স্বপন মিয়াকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শুক্রবার (২৮ মার্চ ) ভোরে এই ঘটনা ঘটে। স্বপন মিয়া শ্রীবরদী উপজেলার মুন্সিপাড়া এলাকার মজনু মিয়ার ছেলে। 

 

পুলিশ ও পারিবার সূত্রে জানা যায়, পারিবারিকভাবে গত তিন বছর আগে শ্রীবরদীর মুন্সিপাড়া এলাকার মজনু মিয়ার ছেলে স্বপন মিয়ার সঙ্গে ইজারাপাড়ার জমশেদ আলীর মেয়ে সেলিনা আক্তারের বিয়ে হয়। বিয়ের সময় দুই লাখ টাকা যৌতুক দেওয়া হয়। কিন্তু স্বপন মিয়া বেকার এবং নেশাগ্রস্ত হওয়ায় স্ত্রীর সঙ্গে কলহ লেগেই থাকতে। তাদের দেড় বছরের একটি ছেলে সন্তান রয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে নিজ ঘরে স্বামী স্ত্রী শুয়ে পড়ে। আজ ভোরে সেহরি খাওয়ার সময় শ্বশুরবাড়ির লোকজন সেলিনা তাদের ঘরের ধরনার সাথে ঝুলে আছেন বলে জানান। বিষয়টি শ্রীবরদী থানা-পুলিশকে জানালে আজ সকালে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতালে পাঠায়।

আরও পড়ুন

এদিকে সেলিনা আক্তারের বাবা জমশেদ আলী জানান, তাঁর মেয়েকে খুন করে ঝুলিয়ে রাখা হয়েছে। পরে প্রাথমিকভাবে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে একটি মামলা শ্রীবরদী থানায় রেকর্ড করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্বামী স্বপন মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।  

এ ব্যাপারে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার জাহিদ সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা প্রাথমিকভাবে আত্মহত্যার প্ররোচনার মামলা নিয়েছি। লাশ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠিয়েছি। রিপোর্টে হত্যার আলামত পেলে মামলাটি হত্যা মামলায় রুপ নিবে। ইতিমধ্যে ভিকটিমের স্বামী স্বপন মিয়াকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এপ্রিলে তাপপ্রবাহ নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস

বাংলাদেশের ত্রাণ নিয়ে মিয়ানমার পৌঁছালো উদ্ধার ও চিকিৎসা দল

বগুড়ার শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

কেন জিডি করলেন ভোক্তা অধিকারের ঢাকা অঞ্চলের পরিচালক আব্দুল জব্বার?

নৈতিক শিক্ষা বিস্তারে মাদ্রাসা শিক্ষার বিকল্প নাই --- ভিসি ড.হাছানাত আলী

গোপালগঞ্জে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২০