গাইবান্ধার গোবিন্দগঞ্জের বরেন্দ্র অঞ্চলে সম্প্রসারিত হচ্ছে ভুট্টা চাষ

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জের চর ও সমতলের পাশাপাশি বরেন্দ্র্র অঞ্চলেও বেড়েছে ভুট্টার চাষ। সেচ সহ আনুষঙ্গিক খরচ কম হওয়ায় এবং উৎপাদন খরচ কম হওয়ায় দিন দিন ভুট্টা আবাদে আগ্রহী হয়ে উঠছেন কৃষকরা। দানাদার ফসল হিসাবে ভুট্টার ফসল ও বাজার দর ভালো পওয়ায় আর্থিক ভাবে লাভবান হচ্ছেন চাষিরা।
উপজেলার নদী তীরবর্তী বালুময় বিস্তীর্ণ চর ও সমতলে তুলনামূলক অন্যান্য ফসলের ফলন ভাল না হওয়ায় কৃষকরা এই সকল জমিতে ভুট্টার আবাদ শুরু করে। সেচ ও খরচ কম লাগায় চরাঞ্চলের চাষিদের কাছে ভুট্টা একটি অর্থকরী ফসল হিসাবে স্থান পেয়েছে। ভুট্টা চাষের সফলতার কারণে চর ও সমতলের পাশাপাশি উপজেলার বরেন্দ্র এলাকায় সম্প্রসারিত হয়েছে।
এখন উপজেলার বরেন্দ্র অঞ্চলের সাপমারা, কাটাবাড়ী, কামদিয়া, রাজাহার, শাখাহার, গুমানীগঞ্জ ইউনিয়নের অনেক কৃষক বোরো ধানের চাষ ছেড়ে ভুট্টা আবাদে ঝুঁকে পড়েছে। এরই মধ্যেই কোন কোন ক্ষেতে এসেছে ভুট্টার থোড় (ফল)। অর্থনৈতিকভাবে লাভবান হবার কারণে উচ্চফলনশীল ও হাইব্রিড ভুট্টা চাষের প্রতি আগ্রহী হচ্ছেন চাষিরা।
বিভিন্ন কোম্পানীর আমদানিকৃত হাইব্রিড বীজের উপর কৃষকরা নির্ভরশীল থাকলেও এখন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর উদ্ভাবিত বারি ভুট্টা ৯ ও ১৩ নতুন দুটি জাতের হাইব্রিড ভুট্টা বীজ পাওয়ায় খুশি কৃষকেরা। এ বীজের মূল্য কম হওয়ার পাশাপাশি অধিক ফলনে আর্থিক ভাবে লাভবান হচ্ছেন চাষিরা।
আরও পড়ুনসাপামারা ইউনিয়নের সাহেবগঞ্জ গ্রামের বাবলু মিয়া বলেন, কৃষকরা বলেন বীজ, সার, কিটনাশক ও কৃষি উপকরণ এবং হাল পরিচর্যা বাবদ বিঘা প্রতি ১৫ থেকে ১৮ হাজার টাকা খরচ হলেও হাইব্রিড ভুট্টার ফলন হয় ৪০ থেকে ৪৫ মণ পর্যন্ত। অনুকূল আবহওয়ায় এ বছর ভুট্টার অধিক ফলন আশা করছি। এছাড়াও গত বছর ভুট্টার বাজারে প্রতি মণ ভুট্টা ৯শ’ থেকে ১ হাজার টাকায় বিক্রি হলেও চাহিদার কারণে এবার দাম আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো: মেহেদী হাসান বলেন, অন্য আবাদের চেয়ে বরেন্দ্র অঞ্চলের কৃষকদের কাছে ভুট্টা চাষ লাভজনক হওয়ায় এ অঞ্চলে ভুট্টার আবাদ আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে। এছাড়াও ভুট্টা চাষে কৃষকদের সব ধরনের পরামর্শ ও প্রযুক্তিগত সহযোগিতা দেওয়া হচ্ছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, উপজেলায় এ বছর ১ হাজার ৫শ’ ৬৫ হেক্টর জমিতে ভুট্টা চাষ করা হয়েছে। হেক্টর প্রতি যার গড় ফলন ধরা হয়েছে ১১.০৪ মেট্রিক টন।
মন্তব্য করুন