নওগাঁর পোরশায় ৮০ বিঘা জমির বোরে ফসল নষ্ট করেছে দুর্বৃত্তরা

পোরশা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর পোরশা উপজেলার আল জামিয়া আল আরাবিয়াহ দারুল হিদায়াহ (পোরশা বড় মাদ্রাসা) মাদ্রাসার ৮০বিঘা জমির বোরো ধান নষ্ট করেছে দুর্বুত্তরা। আজ শুক্রবার (২৮ মার্চ) রাতে জমিতে কীটনাশক স্প্রে করে দুর্বৃত্তরা। এ ঘটনায় পোরশা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
পোরশা বড় মাদ্রাসার শিক্ষক সাখাওয়াত হোসেন জানান, মাদ্রাসার ৮০ বিঘা জমি রয়েছে উপজেলার নিতপুর সোহাতি মৌজায়। সেখানকার স্থানীয় কৃষকদের বর্গা হিসেবে চাষাবাদ করতে দেওয়া আছে জমিগুলো। প্রতি বছরের ন্যায় এবছরও জমিগুলোতে বোরো ধান আবাদ করেছেন বর্গাচাষিরা। কিন্তু দুর্বৃত্তরা রাতের অন্ধকারে কীটনাশক স্প্রে করে ধানগুলো মেরে ফেলেছে।
আরও পড়ুনধানগুলো মেরে ফেলায় মাদ্রাসা ১৫ লক্ষাধিক টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান মাদ্রাসার সেক্রেটারী নজরুল ইসলাম শাহ্। এ ব্যাপারে পোরশা থানার অফিসার ইনচার্জ আবু বক্কর সিদ্দিক জানান, তিনি লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য করুন