ভিডিও মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫

রংপুরে অপহৃত ৪ শিশু উদ্ধার অপহরণকারী নারী আটক

রংপুরে অপহৃত ৪ শিশু উদ্ধার অপহরণকারী নারী আটক। প্রতীকী ছবি

রংপুর প্রতিনিধি : রংপুর নগরীর তপোধন থেকে অপহরণ হওয়া চার শিশুকে উদ্ধার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। গতকাল শুক্রবার রাতে রংপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাদেরকে উদ্ধার করা হয়। এসময় আদুরী বেগম নামে এক নারী অপহরণকারীকে আটক করা হয়। পরে তাকে অপহরণ মামলায় গ্র্রেফতার দেখানো হয়। এরপর মধ্যরাতে ওই নারী অপহরণকারীকে রংপুর মেডিক্যাল হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর পুলিশ তাদের হেফাজতে নেয়।

অপহরণকারী আদুরী বেগমকে আজ শনিবার (২৯ মার্চ) আদালতে হাজির করার পর আদালত তার জামিন না মঞ্জুর করে রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন। উদ্ধার হওয়া শিশুরা হলো- মমিনুল ইসলামের ৪ বছর বয়সী ছেলে ইসমাইল, মকবুল হোসেনের ৬ বছর বয়সী ছেলে রিফাত, আখিফুল ইসলামের ৮ বছর বয়সী মেয়ে আখি মনি ও মমিনুর ইসলামের ১২ বছর বয়সী সন্তান মিনু।

এই ঘটনায় গতকাল শুক্রবার গভীর রাতে রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানায় একটি অপহরণ মামলা করেন, অপহৃত রিফাতের পিতা মকবুল হোসেন। মামলায় আদুরী বেগমকে প্রধান করে আরো অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে।  বিষয়টি নিশ্চিত করেছেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: মজিদ আলী।

গ্রেফতার আদুরী বেগম কুড়িগ্রামের উলিপুর উপজেলার ফকিরচর গ্রামের মনছুর আলীর স্ত্রী। তিনি রংপুর নগরীর বাবুপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। এই ঘটনায় হারাগাছ এলাকায় লিটন নামে এক ব্যক্তিকে খুঁজছে পুলিশ। তার সংশ্লিষ্টতা আছে কিনা তা খতিয়ে দেখা হবে।

আরও পড়ুন

পুলিশ জানান, রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার অন্তর্গত ৭ নম্বর ওয়ার্ডের তপোধন গ্রাম থেকে ৪ শিশু নিয়ে ওই নারী ইফতারের পরেই নিখোঁজ হয়। বিষয়টি নিয়ে ওই এলাকায় হৈ চৈ পড়ে যায়। এরপরে বিষয়টি পুলিশের বিভিন্ন ইউনিটকে জানানো হলে রেলস্টেশন, বাসস্ট্যান্ড এলাকাসহ বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন পুলিশ। এর পরই রেলস্টেশন এলাকা থেকে অপহৃত ৪ শিশুসহ ওই নারীকে রেলওয়ে পুলিশ আটক করে।

মকবুল হোসেন নামে এক অভিভাবক জানান, আদুরী বেগম নামক সেই নারী নিজেকে অসহায় দাবি করে গত বৃহস্পতিবার দিনের বেলা নগরীর ৭ নম্বর ওয়ার্ডের তপোধন গ্রামে বিভিন্ন বাড়িতে আশ্রয় চায়। পরে আশিকুল ইসলাম নামে এক ব্যক্তি ওই নারীকে আশ্রয় দেন। গতকাল শুক্রবার সারাদিন ওই বাড়িতেই ছিলেন এবং সন্ধ্যায় ইফতারও করেন। ইফতারের পরে ওই ৪ শিশুকে নিয়ে উধাও হয়ে যান। এর কিছুক্ষণ পর বাচ্চাদের না পেয়ে এলাকায় হৈ চৈ পড়ে গেল তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়।

রংপুর রেলস্টেশনের সুপার শংকর গাঙ্গুলি বলেন, রাতে ওই শিশুদের নিয়ে ঘোরাফেরা করতে দেখে স্টেশনে থাকা লোকজনের সন্দেহ হলে স্থানীয়দের সহায়তায় আটক করে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে তাদের সবাইকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী বলেন, শিশুগুলোকে উদ্ধার করা হয়েছে। পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়ের হয়েছে তদন্ত করে করে জানা যাবে প্রকৃত ঘটনা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের শুভেচ্ছা জানিয়ে ড. ইউনূসকে মোদির চিঠি

নারায়ণগঞ্জে যুবককে গুলি করে হত্যা

কুষ্টিয়ায় ঈদগাহে টাকা আদায় নিয়ে সংঘর্ষ, আহত ৯

ড. ইউনূসকে শাহবাজ শরিফের ফোন, পাকিস্তান সফরের আমন্ত্রণ

ঈদের নামাজে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পুলিশ সদস্যদের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার ঈদের শুভেচ্ছা বিনিময়