ভিডিও মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫

প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের ঈদগাহ পরিদর্শন

বগুড়ার ঈদগাহে পুরুষের পাশাপাশি নারীরা নামাজ আদায় করবেন

বগুড়ার ঈদগাহে পুরুষের পাশাপাশি নারীরা নামাজ আদায় করবেন। ছবি : শফিকুল ইসলাম শফিক

স্টাফ রিপোর্টার : এবারই প্রথম বগুড়া কেন্দ্রীয় ঈদগাহে পুরুষদের পাশাপাশি নারী মুসল্লিরা ঈদের নামাজ আদায় করবেন। ঈদগাহের দক্ষিণ প্রান্তে নারীদের জন্য আলাদা করে বিশেষ ব্যবস্থায় নামাজের ব্যবস্থা করা হয়েছে। বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা এই নামাজে শরিক হবেন। সকাল সাড়ে ৮ টায় ঈদের নামাজ হবে। কেন্দ্রীয় বড় জামে মসজিদের খতিব মাও. আসগর আলী ঈদের জামাতের ইমামতি করবেন।

বগুড়া শহরের সুত্রাপুরস্থ কেন্দ্রীয় ঈদগাহের প্রস্তুতি দেখতে গিয়েছিলেন বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা এবং পুলিশ সুপার জেদান আল মুসা। আজ শনিবার (২৯ মার্চ) বেলা ১১ টায় তারা ঈদগাহ পরিদর্শন করেন। এসময় বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ও পৌর সভার প্রশাসক মাসুম আলী বেগ, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, ঈদগাঁ কমিটির সদস্য মুক্তা প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

কয়েক দিন আগেই ঈদগাহের সাজসজ্জার কাজ শুরু হয়। আজ শনিবার (২৯ মার্চ)ও চলে কাজ। শেষ মহুর্তের কাজ দেখতে গিয়েছিলেন জেলা শীর্ষ কর্মকর্তারা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ। এবারই প্রথম ঈদগাহে নারীদের নামাজের ব্যবস্থা রাখা হয়েছে। বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা জানান, নারী মুসল্লিদের জন্য ঈদগাহের দক্ষিণে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের জন্য বিশেষ নিরাপত্তাও থাকবে। তারা নির্বিঘ্নে ঈদের নামাজ আদায় করতে আসতে পারবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের শুভেচ্ছা জানিয়ে ড. ইউনূসকে মোদির চিঠি

নারায়ণগঞ্জে যুবককে গুলি করে হত্যা

কুষ্টিয়ায় ঈদগাহে টাকা আদায় নিয়ে সংঘর্ষ, আহত ৯

ড. ইউনূসকে শাহবাজ শরিফের ফোন, পাকিস্তান সফরের আমন্ত্রণ

ঈদের নামাজে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পুলিশ সদস্যদের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার ঈদের শুভেচ্ছা বিনিময়