পিরোজপুরে ধানক্ষেত থেকে কিশোরের মরদেহ উদ্ধার
_medium_1742642742_original_1743255485.jpg)
পিরোজপুরের মঠবাড়িয়ায় ধানক্ষেত থেকে ইমরান হোসেন ধলু (১৫) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার (২৯ মার্চ) উপজেলার সাপলেজা ইউনিয়নের বাদুরতলী গ্রামের একটি ধানক্ষেত থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করেন থানা পুলিশ।
উদ্ধার হওয়া মরদেহটি একই গ্রামের মনির আকনের ছেলে।
আরও পড়ুনপরিবার সূত্রে জানা যায়, ভোরে সাহরি করার পর ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেনি তিনি। পরে সকালে তার মরদেহ ধানক্ষেতে পড়ে থাকতে দেখা যায়।
মঠবাড়িয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, স্থানীয়রা দুপুরে ধানক্ষেতে ইমরান হোসেন ধলুর মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। তার মৃত্যুর কারণ এখনো খুঁজে পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।
মন্তব্য করুন