বগুড়ার শেরপুরে চোরাই অটোরিকশা উদ্ধার, গ্রেফতার ১

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে চোরাই অটোরিকশাসহ মনির (২৯) নামে একজনকে গ্রেফতার করেছে। সে উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়নের শেরুয়া দহপাড়া গ্রামের রুবেল হোসেনের ছেলে।
শেরপুর থানায় মামলা সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার বেলা ১টার দিকে উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়নের খন্দকার টোলা দক্ষিণপাড়ার আজাহার আলীর ছেলে আবু জাফর (২৫) তার অটোরিকশাটি নিয়ে ওই এলাকার জনৈক শাহজাহানের চালকলের সামনে রেখে ভিতের যান। কিছুক্ষণ পরে এসে দেখেন সেখানে তার অটোরিকশাটি নেই। এই ঘটনায় তিনি বাদি হয়ে শেরপুর থানায় একটি মামলা দায়ের করেন।
আজ শনিবার (২৯ মার্চ) অভিযান চালিয়ে সকাল ৬টায় উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়নের শেরুয়া বটতলাস্থ জনৈক মোক্তার আলীর চায়ের দোকানের সামনে থেকে মনিরকে গ্রেফতার করে এবং তার কাছ থেকে চোরাই অটোরিকশাটি উদ্ধার করা হয়।
আরও পড়ুনএ ব্যাপারে শেরপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, মামলা দায়েরের পর তথ্য প্রযুক্তির সাহায্যে আসামি মনিরকে গ্রেফতার ও চুরি হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। মনিরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন