এবার বগুড়ায় ঈদের জামাত কোথায় কখন

স্টাফ রিপোর্টার : রোববার শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে সোমবার পবিত্র ঈদ উল ফিতর। মুসলিম উম্মাহর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর এর প্রধান আকর্ষণ হলো ঈদগাহে ঈদের জামাত। ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত হয় পৃথক সময়ে।
বগুড়ায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সুত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাড়ে ৮ টায়। কেন্দ্রীয় বড় জামে মসজিদের খতিব মাওলানা আসগার আলী ঈদের নামাজের ইমামতি করবেন। আবহাওয়া খারাপ থাকলে একই সময়ে কেন্দ্রীয় বড় সমজিদে এবং বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে ঈদের নামাজ হবে।
এছাড়াও বিভিন্ন ঈদগাহে ও মসজিদে পৃথক সময়ে ঈদের নামাজের জামাত হবে। এর মধ্যে জামিল মাদরাসায় ঈদের জামাত হবে সকাল ৭ টায়। আজিজুল হক কলেজ মাঠে (পুরাতন ভবন) সকাল সাড়ে ৭ টায়, একই সময়ে চকলোকমান লতিফপুর কেন্দ্রীয় ঈদগাহে নামাজ হবে।
মালতিনগর কেন্দ্রীয় ঈদগাহে সকাল পৌনে ৮ টায় একই সময়ে বৃন্দাবনপাড়া ঈদগাহে ঈদের জামাত হবে। কাটনারপাড়া ঈদগাহে সকাল ৮টায়, একই সময়ে নারুলী বুদা প্রামানিক কেন্দ্রীয় ঈদগাহ, বগুড়া কটনমিল জামে মসজিদ, শ্যামবাড়িয়া কেন্দ্রীয় ঈদ গাহ, সুলতানগঞ্জপাড়া সত্যপীরতলা ঈদগাহ এবং মালতিনগর হাইস্কুল এন্ড কলেজ মাঠে ঈদের নামাজ হবে। ঠনঠনিয়া ঈদগাহে প্রথম জামাত হবে সকাল ৮ টায়। দ্বিতীয় জামাত হবে সকাল ৯ টায়।
আরও পড়ুনদক্ষিণ ধাওয়াপাড়া বাইতুল সালাম জামে মসজিদে সকাল সাড়ে ৮ টায় ঈদের জামাত হবে। একই সময়ে ঠনঠনিয়া পাশ্চিমপাড়া, ঠনঠনিয়া মাদরাসা ও শ্যামবাড়িয়া পশ্চিমপাড়া বায়তুর রহমান জামে মসজিদ ঈদ গাহে নামাজ হবে।
সকাল পৌনে ৯টায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে ঈদের জামাত হবে। এছাড়াও বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস এর ঈদের জামাত হবে সকাল ৮ টায় বগুড়া জিলা স্কুল মাঠে। এই জামাতে নারীরাও অংশ নিতে পারবেন। মাওঃ শাইখ আবু নছর মুহাম্মদ ইয়াহইয়া এই জামাতের ইমামতি করবেন।
শাজাহানপুর : শাজহানপুরে সকাল সাড়ে ৭ টায় ফুলতলা আহমদিয়া কামিল মাদ্রাসা মাঠে, সকাল ৮টায় মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠ, বেজোড়া দক্ষিণপাড়া ঈদগাহ, আশেকপুর ঈদগাহ এবং সকাল সাড়ে ৮টায় খরনা টেংগামাগুর ঈদগাহে ঈদুল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন