সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

সিরাজগঞ্জের তাড়াশে সড়ক দুর্ঘটনায় ইদ্রিস আলী (৪২) নামে এক ব্যক্তির নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
গতকাল সোমবার (৩১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভাদাশ আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ইদ্রিস আলী ওই গ্রামের মৃত ফজলার রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, ইদ্রিস আলী বাইসাইকেল চালিয়ে ভাদাশ সড়কে পৌঁছালে বিপরীত থেকে আসা বেপরোয়া একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইদ্রিস আলীর মৃত্যু হয়। অন্যদিকে মোটরসাইকেল চালক জোবায়ের হোসেন গুরুতর আহত হন। তাকে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুনতাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, এ ঘটনায় বাইসাইকেল চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। তবে নিহতের পরিবার এখনও কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন