ভিডিও বুধবার, ০২ এপ্রিল ২০২৫

হবিগঞ্জে সালিশ বৈঠকে দুপক্ষের সংঘর্ষে আহত ৩০

হবিগঞ্জে সালিশ বৈঠকে দুপক্ষের সংঘর্ষে আহত ৩০

হবিগঞ্জের লাখাইয়ে সালিশ বৈঠকে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ১০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (০১ এপ্রিল) বেলা ১২টার দিকে উপজেলার পূর্ব তেঘরিয়া দর্জি হাটিতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, জেলার লাখাই উপজেলার পূর্ব তেঘরিয়া দর্জি হাটি এলাকার মজিদ মিয়া, ইকবাল মিয়া, হিরো মিয়া, কামাল মিয়া ব্যবসায়িক কারণে ঢাকার মিরপুর এলাকায় বসবাস করেন। কয়েকদিন আগে সেখানে তুচ্ছ একটি বিষয় নিয়ে মজিদের সঙ্গে হিরো ও কামালের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ঈদের ছুটিতে এলাকায় আসার পর সকালে স্থানীয় মজিদ মিয়া, ইকবাল মিয়া ও হিরো মিয়ার সঙ্গে কামাল মিয়ার পক্ষের লোকজনের সালিশি বৈঠকের আয়োজন করা হয়।

আরও পড়ুন

 

সালিশ বৈঠকে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এতে দুপক্ষ দেশীয় অস্ত্র টেঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

লাখাই থানার ওসি বন্দে আলী জানান, সালিশ বৈঠকে কথা কাটাকাটির জের ধরে সংঘর্ষ সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের নবাবগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

বগুড়ার শেরপুরে রাইস বান গুদামে আগুন লেগে কোটি টাকার ক্ষতি

দিনাজপুরের কাহারোলে কয়েকটি স্থানে দর্শনার্থীদের ব্যাপক ভিড়

বগুড়ায় স্বেচ্ছাসেবকলীগের ওয়ার্ড সভাপতি গ্রেফতার

বগুড়ার আদমদীঘিতে বার্মিজ চাকুসহ একজন গ্রেফতার

বগুড়ার প্রতিটি বিনোদন কেন্দ্রে ছোটদের সাথে মাতে বড়রাও