ভিডিও বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫

মাকে নিয়ে লন্ডনের পার্কে পরিবারসহ তারেক রহমান

মাকে নিয়ে লন্ডনের পার্কে পরিবারসহ তারেক রহমান, ছবি: সংগৃহীত।

মা বেগম খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের পার্কে ঘুরছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বুধবার সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ঘুরতে দেখা গেছে। প্রকাশিত ওই ভিডিওতে দেখা যায়, হুইলচেয়ারে থাকা মায়ের সঙ্গে হেঁটে বেড়াচ্ছেন ছেলে তারেক রহমান। খালেদা জিয়াকে হুইল চেয়ারে বসিয়ে তার একান্ত সহকারী সচিব মো. মাসুদুর রহমান পার্কে ঘুরাচ্ছেন। পাশেই তারেক রহমান তার পরিবারসহ হাঁটছেন। সামনে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

এর আগে ঈদের সময় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছিলেন। সেখানে পুত্রবধূ জুবাইদা রহমান ও বড় নাতনি জাইমা রহমানের সঙ্গে খালেদা জিয়াকে দেখা যায়। গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশে রওনা দেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

আরও পড়ুন

৮ জানুয়ারি হিথ্রো বিমান বন্দরে পৌঁছানোর পর সেখান থেকে সোজা লন্ডনের ঐতিহ্যবাহী এবং প্রাচীন চিকিৎসা কেন্দ্র ‘দ্য লন্ডন ক্লিনিকে’ ভর্তি হন তিনি। টানা ১৮ দিন চিকিৎসা শেষ ২৫ জানুয়ারি হাসপাতাল থেকে তারেক রহমানের লন্ডনের বাসায় ফেরেন খালেদা জিয়া। এই মুহূর্তে তিনি তারেক রহমানের বাসায় অবস্থান করছেন।

ডা. এজেডএম জাহিদ হোসেনের ভাষ্যমতে, শারীরিকভাবে মোটামুটি সুস্থ আছেন খালেদা জিয়া। সব কিছু ঠিক থাকলে এপ্রিলের মাঝামাঝিতে দেশে ফিরবেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অ্যাটলেটিকোকে হারিয়ে ফাইনালে বার্সা

প্রেমিকাকে ভিডিও কলে রেখে কিশোরের আত্মহত্যা

১০ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ

লাহোরে পথে উড়াল দিলো বাংলাদেশ নারী ক্রিকেট দল

ট্রেনে আগুন, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ 

সিরিয়ার রাজধানী দামেস্ক ও হামায় দফায় দফায় হামলা ইসরায়েলের