ভিডিও বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে রেস্টুরেন্ট শ্রমিকের অর্ধগলিত লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে রেস্টুরেন্ট শ্রমিকের অর্ধগলিত লাশ উদ্ধার। প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা থেকে মো. আকাশ (৩০) নামে এক রেস্টুরেন্ট শ্রমিকের দীঘিতে ভাসমান অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ঝিলিম ইউনিয়নের আমনুরা বালিকাপাড়া গ্রামের মৃত আয়নাল হকের ছেলে। আকাশ ঝিলিম বাজারে একটি মিষ্টির দোকানে কারিগর (শ্রমিক) হিসেবে কর্মরত ছিলেন।

পরিবার, স্থানীয়  ও পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার রাত সাড়ে ১১টার দিকে আকাশ নিখোঁজ হয়। এরপর সন্ধান পায়নি তার পরিবার। এ ব্যাপারে পুলিশকেও জানানো হয়। পরে মঙ্গলবার সকাল ১০টার দিকে ঝিলিম দরগা দীঘিতে তার ভাসমান মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পরিবারকে খবর দেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা আকাশকে শনাক্ত করে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়। মরদেহ উদ্ধারের সময় আকশের নাক-কান দিয়ে রক্ত বের হচ্ছিল।

আরও পড়ুন

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান বলেন, আকাশের শরীরে বাহ্যিকভাবে আঘাতের  তেমন কোন ছিহ্ন পাওয়া যায়নি। তবে তার মৃত্যু কীভাবে হয়েছে সেটিও স্পষ্ট নয়। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এদিকে আকাশের মা রামেশা বেগম থানায় আকাশকে অজ্ঞাতনামা কেউ পরিকল্পিতভাবে হত্যা করেছে মর্মে এজাহার দাখিল করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেরানীগঞ্জে কারখানার আগুন দুই ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে

চট্টগ্রামে প্রাইভেটকারকে ধাওয়া করে ডাবল মার্ডারে জড়িত ২ জন গ্রেপ্তার

খুলনায় বিদেশি পিস্তল, শটগান ও গুলিসহ ২ অস্ত্র ব্যবসায়ী আটক 

সিলেটে আ.লীগ নেতার বাসায় হামলা ও ভাঙচুর চালিয়েছে জনতা

পটুয়াখালী কারাগার থেকে কারারক্ষীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নবনির্মিত বাসার ছাদে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু