ভিডিও বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫

এ যেন এক টুকরো নতুন ‘জাফলং’

বগুড়ার শেরপুরের জোড়গাছা ব্রিজের নিচে ভ্রমণ পিপাসুদের ভিড়

বগুড়ার শেরপুরের জোড়গাছা ব্রিজের নিচে ভ্রমণ পিপাসুদের ভীড়। ছবি : দৈনিক করতোয়া

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের জোড়গাছা ব্রিজের নিচে বাঙালি নদীর একাংশ এখন ভ্রমণপ্রেমীদের নতুন আকর্ষণে পরিণত হয়েছে। এখানে ভ্রমণ পিপাসুদের উপচেপড়া ভিড় দেখা যাচ্ছে। স্থানীয়রা বলছেন এ যেন এক টুকরো ‘নতুন জাফলং’। কারণ নদীর স্বচ্ছ জল, বালুময় তীর যেন সিলেটের বিখ্যাত জাফলংয়েরই এক প্রতিচ্ছবি তৈরি করেছে। প্রাকৃতিক রূপে মুগ্ধ স্থানীয় সহ ভ্রমণ পিপাসুরা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সাম্প্রতিক সময়ে বাঙালি নদীর সংস্কার করা হচ্ছে এবং কিছু অংশে পলি জমে যাওয়ার ফলে স্বচ্ছ পানির প্রবাহ সৃষ্টি হয়েছে। নদীর তলদেশে বালুর স্তর ও ছোট ছোট কুচি পাথর তৈরি হয়েছে, যা দেখতে অনেকটা জাফলংয়ের পানির শ্রোতের মতো। ফলে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার ভ্রমণপ্রেমী মানুষ এখানে আসতে শুরু করেছেন। প্রতিদিনই ভ্রমণপিপাসুদের আনাগোনা বাড়ছে।

স্থানীয় বাসিন্দা শেখ ফরিদ বলেন, ‘আমরা ছোটবেলা থেকে এই নদী দেখে আসছি, দীর্ঘ প্রায় ২০ বছরে এমন রূপ আগে কখনো দেখিনি। নদীর পানি এখন খুবই স্বচ্ছ, আর জায়গাটি পিকনিকের জন্য দারুণ হয়ে উঠেছে।’ শুধু স্থানীয়রাই নন, আশপাশের উপজেলা থেকেও দর্শনার্থীরা এখানে আসছেন। কেউ নৌকা ভ্রমণ করছেন, কেউবা নদীর পাড়ে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন।

সুঘাই ইউনিয়নের ১নং প্যানেল চেয়ারম্যান নুরুন নবী হিটলার বলছেন, জায়গাটি যদি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হয়, তাহলে এটি অস্থায়ী পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে। এখানে পর্যটন সুবিধা বাড়ানো গেলে এলাকার অর্থনৈতিক উন্নয়ন হবে। ”স্থানীয় সাংবাদিক আব্দুল ওয়াদুদ করতোয়া’কে বলেন, বগুড়ার শেরপুরের বুকে ‘নতুন জাফলং’ হিসেবে পরিচিতি পাওয়া এই জায়গাটি কি সত্যিই অসাধারণ।

আরও পড়ুন

যারা প্রকৃতির অপার সৌন্দর্য ভালোবাসেন, তাদের জন্য জোড়গাছা ব্রিজের নিচে বাঙালি নদীর এই অংশ হতে পারে দারুণ একটি গন্তব্য। তবে প্রকৃতির স্বাভাবিক সৌন্দর্য বজায় রাখতে পরিচ্ছন্নতা রক্ষার দায়িত্বও নিতে হবে সকলকে।

যদি অসচেতন পর্যটকরা প্লাস্টিক বর্জ্য ফেলে বা অনিয়ন্ত্রিত বালু উত্তোলন শুরু হয়, তাহলে এই সৌন্দর্য নষ্ট হয়ে যেতে পারে। তাই পরিবেশ রক্ষার দিকেও নজর দিতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। স্থানীয়রা জানান, বিনোদন নিতে এসে যদি কেউ হয়রানির স্বীকার না হয় সেদিকে প্রসাশনের দৃষ্টি দিতে হবে। এবং সবাইকে সতর্ক থাকতে হবে নদীর পানিতে পড়ে যেন কোন দুর্ঘটনা না ঘটে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেরানীগঞ্জে কারখানার আগুন দুই ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে

চট্টগ্রামে প্রাইভেটকারকে ধাওয়া করে ডাবল মার্ডারে জড়িত ২ জন গ্রেপ্তার

খুলনায় বিদেশি পিস্তল, শটগান ও গুলিসহ ২ অস্ত্র ব্যবসায়ী আটক 

সিলেটে আ.লীগ নেতার বাসায় হামলা ও ভাঙচুর চালিয়েছে জনতা

পটুয়াখালী কারাগার থেকে কারারক্ষীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নবনির্মিত বাসার ছাদে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু