ভিডিও বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫

চৈত্রে ঘন কুয়াশায় ঢাকা উত্তরের জেলা পঞ্চগড়

চৈত্রে ঘন কুয়াশায় ঢাকা উত্তরের জেলা পঞ্চগড়। ছবি : দৈনিক করতোয়া

সামসউদ্দীন চৌধুরী কালাম, পঞ্চগড় : চৈত্র মানেই প্রচন্ড তাপদাহ। আর এই তাপদাহে পুড়ছে গোটা দেশ। তপ্ত রোদে আরও পুড়তে হবে কয়েকটা দিন-এমনি পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এরপর হয়তো দেখা মিলবে বৃষ্টির। তবে ব্যতিক্রমী এক চিত্র দেখা গেছে উত্তরের জেলা পঞ্চগড়ে। আজ বুধবার (২ এপ্রিল) ভোররাত থেকে সকাল ৮টা পর্যন্ত ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল হিমালয়কন্যা বলে খ্যাত এই জেলাটি।

সকাল আটটার পর দেখা মেলে সূর্যের। এরপর ধীরে ধীরে কাটতে থাকে ঘন কুয়াশা। তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, মৌসুমি বায়ুর প্রভাবে আকাশে মেঘ থাকার কারণে মেঘ কুয়াশা হয়ে ঝরছে। সেই সঙ্গে বাতাসের আদ্রতা কম থাকা ও বায়ুতে ধুলিকণার উপস্থিতি বেড়েছে। আরও কয়েকদিন চলতে পারে এমন ধরনের তাপমাত্রা।

গত কয়েকদিন ধরেই পঞ্চগড়ে সন্ধ্যা হতেই শীত অনুভূত হচ্ছে। রাতে আকাশে মেঘ জমলেও বৃষ্টির দেখা মিলছে না। রাতে ফ্যানের সুইচ অফ রাখলেও মধ্যরাতের পর পুরোদস্তুর কাঁথা বা কম্বল গায়ে জড়াতে হচ্ছে। আজ বুধবার (২ এপ্রিল) ভোররাত থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়তে থাকে মাঠ-ঘাট, পথ প্রান্তর।

অনেক বেলা পর্যন্ত এই কুয়াশা অব্যাহত থাকে। সড়ক-মহাসড়কের যানবাহনগুলো চলাচল করতে থাকে হেডলাইট জ্বালিয়ে। সকাল আটটার পর সূর্যের দেখা মেলায় কুয়াশা কেটে প্রখর রোদ দেখা যায়। আবার বিকেল হতেই মেঘে ঢাকা পড়ে পশ্চিমের আকাশ।

আরও পড়ুন

পঞ্চগড় সদর উপজেলার সদর ইউনিয়নের বলেয়াপাড়া বায়তুন নূর জামে মসজিদের ইমাম ফয়জুল হক জানান, আজ বুধবার (২ এপ্রিল) ভোররাতে যখন ফজরের নামাজের জন্য উঠি তখন দেখি চারদিকে ঘন কুয়াশা। ঘন কুয়াশা উপেক্ষা করেই মসজিদে যাই। চৈত্র মাসে এমন কুয়াশা আমি জীবনে দেখিনি।

আবহাওয়া অফিস জানায়, আজ বুধবার (২ এপ্রিল) সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। গত মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩০-৩৫ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। আর সর্বনিম্ন তাপমাত্রা ওঠানামা করছে ১৬-১৮ ডিগ্রির মধ্যে। আকাশে মেঘের উপস্থিতিতে আর বাতাসে ধুলিকণা থাকায় কুয়াশার পরিমাণ বাড়িয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেরানীগঞ্জে কারখানার আগুন দুই ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে

চট্টগ্রামে প্রাইভেটকারকে ধাওয়া করে ডাবল মার্ডারে জড়িত ২ জন গ্রেপ্তার

খুলনায় বিদেশি পিস্তল, শটগান ও গুলিসহ ২ অস্ত্র ব্যবসায়ী আটক 

সিলেটে আ.লীগ নেতার বাসায় হামলা ও ভাঙচুর চালিয়েছে জনতা

পটুয়াখালী কারাগার থেকে কারারক্ষীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নবনির্মিত বাসার ছাদে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু