ভিডিও বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫

সকল গণহত্যার বিচার করতে হবে - রফিকুল ইসলাম খাঁন

সকল গণহত্যার বিচার করতে হবে - রফিকুল ইসলাম খাঁন। ছবি : দৈনিক করতোয়া

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খাঁন বলেছেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনা কর্তৃক সকল গণহত্যার বিচার করতে হবে। সেই সাথে আমিরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদসহ শীর্ষ নেতৃবৃন্দকে বিচারের নামে হত্যাকান্ডের সাথে জড়িতদের চিহ্নিত করে বিচার করতে হবে।

শেখ হাসিনা জামায়াতকে নিষিদ্ধ করতে চেয়েছিল কিন্তু সময়ের ব্যাবধানে শেখ হাসিনা আজ দেশে থেকে পালিয়েছে। তাই সকলকে সততার সাথে চলার পরামর্শ প্রদান করেন এবং সেই সাথে আগামী নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীকে বিজয়ী করার জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি। গতকাল মঙ্গলবার সকালে শাহজাদপুরের পোরজনা পার্কে উপজেলা জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

আরও পড়ুন

উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নজরুল ইসলামের সঞ্চালনায় উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা নিজাম উদ্দিন, উপজেলা সেক্রেটারি মাস্টার আব্দুল মালেক, পৌর জামায়াতের আমির মাওলানা আমিনুল ইসলাম, হাবিবুর রহমান, মির্জা হুমায়ুন, আব্দুস সবুর, আক্তার হেসেন, শাহজালাল, আল আমিন হোসেন, রফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার সাবেক ও বর্তমান ছাত্রশিবিরের পাঁচ শতাধিক নেতাকর্মী  উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেরানীগঞ্জে কারখানার আগুন দুই ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে

চট্টগ্রামে প্রাইভেটকারকে ধাওয়া করে ডাবল মার্ডারে জড়িত ২ জন গ্রেপ্তার

খুলনায় বিদেশি পিস্তল, শটগান ও গুলিসহ ২ অস্ত্র ব্যবসায়ী আটক 

সিলেটে আ.লীগ নেতার বাসায় হামলা ও ভাঙচুর চালিয়েছে জনতা

পটুয়াখালী কারাগার থেকে কারারক্ষীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নবনির্মিত বাসার ছাদে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু